রোববার,

০৩ আগস্ট ২০২৫,

১৯ শ্রাবণ ১৪৩২

রোববার,

০৩ আগস্ট ২০২৫,

১৯ শ্রাবণ ১৪৩২

Radio Today News

পশ্চিমা দেশগুলোর ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত ‘অপ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৩১, ২ আগস্ট ২০২৫

Google News
পশ্চিমা দেশগুলোর ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত ‘অপ

পশ্চিমা দেশগুলোর ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্তকে ‘অপ্রাসঙ্গিক’ বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বলেছেন, ইসরাইলের সম্মতি ছাড়া কোনো ফিলিস্তিন রাষ্ট্র হতে পারে না। সম্প্রতি পশ্চিমা কিছু দেশের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার ঘোষণা প্রসঙ্গে তিনি এ মন্তব্য করেন। ফক্স রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও এই স্বীকৃতিগুলোকে ‘অপ্রাসঙ্গিক’ আখ্যা দেন।

গাজায় চলমান ইসরাইলি গণহত্যার মধ্যে দ্বিরাষ্ট্রীয় সমাধানের ভিত্তিতে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের বেশ কয়েকটি দেশ। তবে ফিলিস্তিন রাষ্ট্র প্রশ্নে ইসরাইলের সুরেই কথা বলছে যুক্তরাষ্ট্র। পশ্চিমা দেশগুলোর সিদ্ধান্তে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এ বিষয়ে ফক্স রেডিওকে দেয়া এক সাক্ষাৎকার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, যে দেশগুলো স্বীকৃতির সিদ্ধান্ত নিয়েছে তাদের কারোরই ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ক্ষমতা নেই।

তিনি আরও বলেন, এই স্বীকৃতি প্রক্রিয়া বিপরীত ফল দেবে। এটি শান্তির পথে সহায়ক নয়। ইসরাইল সম্মতি না দিলে কোনো ফিলিস্তিন রাষ্ট্র গঠন সম্ভব নয়। পশ্চিমা দেশগুলো বলতে পারে না সেই রাষ্ট্র কোথায় হবে, কে সেখানে শাসন করবে- তারা কোনো স্পষ্ট রূপরেখাও দিতে পারে না।

রুবিও বলেন, এই দেশগুলোর কোনো সক্ষমতাই নেই ফিলিস্তিন রাষ্ট্র গঠনের। ইসরায়েল রাজি না হলে কোনো ফিলিস্তিন রাষ্ট্র হতে পারে না। তারা বলতে পারবে না সেই রাষ্ট্র কোথায় হবে, কে সেটি পরিচালনা করবে।

তার মতে, এই সিদ্ধান্তগুলো বাস্তবতা বিবর্জিত এবং বিপরীতমুখী প্রভাব ফেলছে।

তার দাবি, এ স্বীকৃতিগুলো আসলে হামাসের পক্ষেই শক্তি জোগাচ্ছে। তিনি বলেন, এই মুহূর্তে হামাস অন্তত ২০ জন জীবিত মানুষকে জিম্মি করে রেখেছে এবং ৫০ জনের বেশি মরদেহ তাদের হেফাজতে রয়েছে। অথচ এই পরিস্থিতিতেও পশ্চিমা দেশগুলো এমন সিদ্ধান্ত নিয়ে মূলত হামাসকেই পুরস্কৃত করছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের