রোববার,

০৩ আগস্ট ২০২৫,

১৯ শ্রাবণ ১৪৩২

রোববার,

০৩ আগস্ট ২০২৫,

১৯ শ্রাবণ ১৪৩২

Radio Today News

অনলাইনে আয়কর রিটার্ন বাধ্যতামূলক করলো এনবিআর

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:০৫, ৩ আগস্ট ২০২৫

Google News
অনলাইনে আয়কর রিটার্ন বাধ্যতামূলক করলো এনবিআর

সব করদাতাদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 

রোববার (৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে এনবিআর। আগামীকাল সোমবার থেকে অনলাইনে রিটার্ন দেয়া যাবে।

তবে ৬৫ বছর বা তার বেশি বয়সী জ্যেষ্ঠ করদাতা, শারীরিকভাবে অক্ষম, বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (যথাযথ সনদ থাকলে), প্রবাসী বাংলাদেশি করদাতা এবং মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধিরা এ নিয়মের বাইরে থাকবেন। এই শ্রেণির করদাতারা চাইলে আগের মতো কাগজে রিটার্ন দাখিল করতে পারবেন।

আগামীকাল থেকে ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন (www.etaxnbr.gov.bd) ওয়েবসাইটে গিয়ে অনলাইনে দাখিল করা যাবে। করদাতারা ব্যাংক ট্রান্সফার, ডেবিট/ ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদ এবং অন্যান্য মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে ঘরে বসেই কর পরিশোধ করতে পারবেন।

এছাড়া ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে যদি কোনো করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করতে না পারেন, তাহলে তিনি ৩১ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে সুনির্দিষ্ট কারণ উল্লেখ করে সংশ্লিষ্ট উপ-কর কমিশনার বরাবর আবেদন করতে পারবেন। অতিরিক্ত বা যুগ্মকর কমিশনারের অনুমোদনে তিনি পেপার রিটার্ন দাখিলের সুযোগ পাবেন।

শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষ্যগ্রহণ, ট্রাইব্যুনালে সাবেক আইজিপিশেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষ্যগ্রহণ, ট্রাইব্যুনালে সাবেক আইজিপি
১১ দফা সুপারিশের ভাইরাল চিঠিটি ভুয়া: পুলিশ সদর দপ্তর১১ দফা সুপারিশের ভাইরাল চিঠিটি ভুয়া: পুলিশ সদর দপ্তর
জাতীয় রাজস্ব বোর্ড জানায়, গত বছর নির্দিষ্ট কিছু শ্রেণির করদাতার জন্য অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করার ফলে ১৭ লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেন, যা ছিলো একটি উল্লেখযোগ্য অগ্রগতি।

করদাতারা যাতে অনলাইনে রিটার্ন দাখিলে কোনো জটিলতায় না পড়েন, সেজন্য এনবিআর এর পক্ষ থেকে ২৪ ঘণ্টার কল সেন্টার ও অনলাইন সহায়তা সেবা চালু থাকবে বলে জানানো হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের