রোববার,

০৩ আগস্ট ২০২৫,

১৯ শ্রাবণ ১৪৩২

রোববার,

০৩ আগস্ট ২০২৫,

১৯ শ্রাবণ ১৪৩২

Radio Today News

ফ্যাসিস্ট হাসিনাকে কখনো রাজনীতি করার সুযোগ দেওয়া যাবে না: মির্জা ফখরুল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:৫৮, ৩ আগস্ট ২০২৫

আপডেট: ১৮:০৩, ৩ আগস্ট ২০২৫

Google News
ফ্যাসিস্ট হাসিনাকে কখনো রাজনীতি করার সুযোগ দেওয়া যাবে না: মির্জা ফখরুল

শেখ হাসিনাকে আর কখনো এ দেশে রাজনীতি করার সুযোগ দেওয়া যাবে না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগে ছাত্র দলের সামাবেশে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের পাশের দেশে এই ফ্যাসিস্ট হাসিনা আজ তার লোকবল নিয়ে আশ্রয় নিয়েছে। সেখান থেকে তারা হুমকি দিচ্ছে, তারা নাকি সেখান থেকে আক্রমণ করবে। শুধু তাই নয়, এখানে তারা বিভিন্নভাবে গোলযোগ সৃষ্টির চেষ্টা করছে। আজকের এই সমাবেশ থেকে আমাদের শপথ নিতে হবে, ওই ফ্যাসিস্ট হাসিনাকে আর কোনোদিন এ দেশে রাজনীতি করার সুযোগ দেব না। শপথ নিতে হবে আমরা কারও কাছে কখনো মাথা নত করবো না। আমরা আমাদের দেশকে নিজেরাই স্বয়সম্পূর্ণভাবে গড়ে তুলবো।’ 

তিনি বলেন, ‘এটার নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান সাহেব। তিনি স্লোগান দিয়েছেন, সবার আগে বাংলাদেশ।’  

ফখরুল বলেন, ‘আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। অনেক চেষ্টা করা হচ্ছে বাংলাদেশে বিভক্তি সৃষ্টি করার।’

নির্বাচনের আগেই তারেক রহমান দেশে ফিরে আসবেন বলে সবার প্রত্যাশা বলে এ সময় উল্লেখ করেন মির্জা ফখরুল। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের