
বাংলাদেশের চলচ্চিত্রের তারকা দম্পতি শাকিব খান ও শবনম বুবলীকে আবারও একসঙ্গে দেখা গেল। এবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে। বেশ কিছুদিন আগে খবর আসে, ছেলে শেহজাদ খান বীরকে সময় দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বুবলী। যদিও এ বিষয়ে কোনো নিশ্চিত তথ্য আগে থেকে প্রকাশ করেননি তারা। অবশেষে জানা গেল, বুবলী ইতোমধ্যেই নিউইয়র্কে পৌঁছেছেন এবং ছেলেকে নিয়ে ঘুরছেন শাকিব খানের সঙ্গে। শুধু তাই নয়, রোমান্টিক মুডে ধারাও দিলেন ঢালিউডের এই দুই তারকা।
নিউইয়র্কের রুজভেল্ট আইল্যান্ডে একসঙ্গে ঘুরে বেড়ানোর বেশ কিছু ছবি গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিগুলোতে দেখা যায়, কালো রঙের একটি গাড়ি থেকে নামছেন শাকিব খান, ছেলে বীরের হাত ধরে তিনি সামনে এগিয়ে যাচ্ছেন এবং পেছনে হাঁটছেন বুবলী। ধারণা করা হচ্ছে, নিউইয়র্কের বাঙালি অধ্যুষিত এলাকা এড়িয়ে নিরিবিলি পরিবেশে সময় কাটানোর জন্য রুজভেল্ট আইল্যান্ড বেছে নিয়েছেন তারা।
এছাড়া, বুবলী নিজের ফেসবুক হ্যান্ডলেও বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন, যেখানে ছেলেকে নিয়ে শাকিবের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে তাকে। ছবিগুলোর পর নতুন করে আলোচনা শুরু হয়েছে—তবে কি শাকিব ও বুবলী আবার এক হচ্ছেন?
উল্লেখ্য, এর আগেও দুই বছর আগে বড় ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্র সফর করেছিলেন শাকিব খান। সেবার নিউইয়র্ক, নায়াগ্রা থেকে শুরু করে নানা শহরে ছেলেকে নিয়ে ঘুরেছেন তিনি। তখন বলেছিলেন, আমি চাই আব্রাহামের মনে থাকুক সুন্দর স্মৃতি। সেই সফরের কথা দেশে ফিরে গণমাধ্যমের সামনে জানান শাকিব। একইভাবে ছোট ছেলে বীরকে নিয়েও এমন একটি সফরের ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি, যা এবার বাস্তবে রূপ নিচ্ছে।
প্রসঙ্গত, চলতি আগস্ট মাসেই শাকিব খানের দেশে ফেরার কথা রয়েছে। তবে তার আগেই নিউইয়র্কে ছেলে ও প্রাক্তন স্ত্রী বুবলীর সঙ্গে সময় কাটানোর এই দৃশ্য নতুন আলোচনার জন্ম দিয়েছে শোবিজ মহলে।
রেডিওটুডে নিউজ/আনাম