তুষির সঙ্গে ছবি দিয়ে তৌসিফের রহস্যময়তা

বৃহস্পতিবার,

০৪ ডিসেম্বর ২০২৫,

২০ অগ্রাহায়ণ ১৪৩২

বৃহস্পতিবার,

০৪ ডিসেম্বর ২০২৫,

২০ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

তুষির সঙ্গে ছবি দিয়ে তৌসিফের রহস্যময়তা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১২:২৫, ৪ ডিসেম্বর ২০২৫

Google News
তুষির সঙ্গে ছবি দিয়ে তৌসিফের রহস্যময়তা

অভিনেতা তৌসিফ মাহবুব। বলা যায় ক্যারিয়ারের সুসময় পার করছেন তিনি। একের পর এক কাজ দিয়ে ধারাবাহিকভাবে প্রশংসা কুড়াচ্ছেন এই অভিনেতা। 

বুধবার (৩ ডিসেম্বর) ফেসবুকে মডেল-অভিনেত্রী নাজিফা তুষির সঙ্গে তিনটি ছবি পোস্ট করেছেন তৌসিফ মাহবুব। 

লিখেছেন, ‘এ হাওয়া আমায় নেবে কতদূর’। 

এদিকে তৌসিফের ছবি ও পোস্ট প্রকাশের পর অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। নতুন কোনো কাজ, নাকি ব্যক্তিগত অনুভূতির বহিঃপ্রকাশ?

অভিনেতার প্রকাশ করা ছবিগুলোতে দেখা যায়, ভিন্ন মোডে দাঁড়িয়ে তিনি। স্বভাবসুলভ হাসি নেই, বরং এক ধরনের ভাবুক অভিব্যক্তি। পোস্টটি ঘিরে রাশি রাশি মন্তব্য। 

 কেউ লিখছেন ‘নতুন সিনেমার ইঙ্গিত’, আবার কেউ ধারণা করছেন ‘ওয়েবফিল্ম’, কেউ বলছেন মিউজিক ভিডিওর অংশ হতে পারে। নির্মাণ দুনিয়ায় যোগাযোগ করে জানা গেছে, নাম ঠিক না হওয়া নতুন একটি ওয়েব ফিল্মে অভিনয় করতে যাচ্ছেন তৌসিফ ও তুষি।

এদিকে অভিনেতা তৌসিফ মাহবুবও সাম্প্রতিক সময়ে বলে আসছিলেন যে, তিনি সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছেন। শুধু অপেক্ষা করছেন ভাল গল্প, চিত্রনাট্যের। এরমধ্যে ‘হাওয়া’ খ্যাত নায়িকার সঙ্গে এই অভিনেতাকে পেয়ে দুইয়ে দুইয়ে চার মেলাতে ছাড়ছেন না অনুরাগীরা। 

যদিও বিষয়টি নিয়ে খানিক রহস্য রেখেছেন তৌসিফ মাহবুব। 

দেশের একটি গণমাধ্যমকে এই অভিনেতা বলেন, ‘তুষির সঙ্গে আমার পরিচয় অনেক বছরের। ও যখন লাক্স থেকে বের হয় তখনই আমার সঙ্গে একটি কাজ হবার কথা ছিল কিন্তু কোনো কারণে সেটি আর হয়নি।

এরপর আমাদের একসঙ্গে আর কাজ করা হয়নি। এবার যদি সামনে কিছু একটা আসে, তাহলে তো মন্দ হয় না।’

তৌসিফ জানিয়েছেন, দুজনের দেখা হয় না অনেক দিন। আজ জিম করতে গিয়ে দুজনার দেখা হয়ে যায় এবং কাজ নিয়ে নানা আলোচনা হয়।

অভিনেতা বললেন, ‘তুষিই আমাকে বলছিলো যে, “তোমার তো এখন ভালো সময় যাচ্ছে, এখনই উচিত তোমার সিনেমা করা। ইটস হাই টাইম।” তখন আমি নিজেই তাকে বলেছি, “তোমার কাছে যদি ভালো কোনো গল্প থাকে বা আসে, যে গল্প-চরিত্রের সঙ্গে আমাকে ম্যাচ করবে তাহলে তুমি আমাকে জানিও”।’

সিনেমা প্রসঙ্গে তৌসিফ বলেন, ‘আমি সত্যি সিনেমা করতে চাই। একটা ভালো গল্প এবং পরিচালক হলে আমি প্রস্তুত আছি। ছবি পোস্ট করার পর ইতিমধ্যে অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করেছেন। আমাদেরকে একসঙ্গে দেখে অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন, এটাও আমি বেশ ইতিবাচকভাবে দেখি। এখন দেখা যাক, সামনে কি হয়।’

সম্প্রতি মুক্তি পেয়েছে তৌসিফ মাহবুবের ওয়েব ফিল্ম ‘ফার্স্ট লাভ’। এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন শাম্মি ইসলাম নীলা। দর্শকের কাছে প্রশংসা কুড়াচ্ছে এই জুটি।

অন্যদিকে, ‘হাওয়া’ সিনেমার পর আর পর্দায় দেখা যায়নি নাজিফা তুষিকে। এরমধ্যে বেশ কয়েকটি সিনেমার কাজ শেষ করেছেন তিনি। সদ্যই শেষ করলেন রায়হান রাফীর ‘আন্ধার’ সিনেমার কাজ। 

 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের