রোববার,

০৩ আগস্ট ২০২৫,

১৯ শ্রাবণ ১৪৩২

রোববার,

০৩ আগস্ট ২০২৫,

১৯ শ্রাবণ ১৪৩২

Radio Today News

শাহবাগে ছাত্রদলের সমাবেশ শুরু, যোগ দিলেন তারেক রহমান

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:৫০, ৩ আগস্ট ২০২৫

আপডেট: ১৮:০০, ৩ আগস্ট ২০২৫

Google News
শাহবাগে ছাত্রদলের সমাবেশ শুরু, যোগ দিলেন তারেক রহমান

রাজধানীর শাহবাগে ছাত্রদলের ছাত্র সমাবেশ শুরু হয়েছে। রোববার (৩ আগস্ট) বেলা তিনটার একটু পর কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় এই সমাবেশ।

ইতোমধ্যে সমাবেশে ৩টা ১৫ মিনিটে যোগ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ছাত্রদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকরা। ছাত্রদলের এই সমাবেশকে স্মরণকালের সেরা ছাত্র সমাবেশ বলে দাবি করেছেন ছাত্রদল নেতারা।

জুলাই অভ্যুত্থানের পর এটাই ছাত্রদলের প্রথম বড় কোনো গণজমায়েত। তবে এবারের সমাবেশে দেখা যাচ্ছে না চিরাচরিত মিছিল, ব্যানার আর ফেস্টুনের ভিড়। সমাবেশ উপলক্ষে নেতাকর্মীদের উদ্দেশে আগেই ছয় দফা নির্দেশনা দিয়েছে ছাত্রদল। কেন্দ্রীয় নেতৃত্ব সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের কোনো ধরনের ব্যানার, ফেস্টুন বা প্ল্যাকার্ড না আনার নির্দেশ দিয়েছেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের