
রাজধানীর শাহবাগ মোড়ে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত ছাত্র সমাবেশ ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার (৩ আগস্ট) দুপুর ২টায় শুরু হতে যাওয়া সমাবেশের মঞ্চ ইতোমধ্যেই প্রস্তুত এবং জড়ো হচ্ছেন সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সরাসরি উপস্থিত থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।
দুপুর ১২টা থেকেই নেতাকর্মীদের সমাবেশস্থলে জড়ো হতে দেখা গেছে। তারা তারেক রহমান ও জিয়া পরিবারের নামে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে, নগরবাসীর স্বাভাবিক চলাচলে সম্ভাব্য বিঘ্নের জন্য আগাম দুঃখ প্রকাশ করা হয়েছে। সমাবেশে অংশগ্রহণকারীদের জন্য নির্দেশনা হিসেবে, ব্যানার, ফেস্টুন বা প্ল্যাকার্ড নিয়ে না আসার অনুরোধ জানানো হয়েছে।
ছাত্রদল সূত্র জানায়, সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীদের সামনে কয়েকটি রাজনৈতিক প্রতিশ্রুতি ঘোষণা করা হবে, যেগুলো ভবিষ্যতে বাস্তবায়নের দায়িত্ব ছাত্রসমাজকে নিতে হবে।
মূল বক্তব্য দেবেন তারেক রহমান। তার ভাষণে গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার, ফ্যাসিবাদী আওয়ামী শাসনের বিরুদ্ধে ছাত্রসমাজের ভূমিকা এবং ভবিষ্যৎ রাষ্ট্র বিনির্মাণে করণীয় দিকনির্দেশনা থাকবে বলে জানা গেছে।
সমাবেশ সফল করতে ছাত্রদল গঠন করেছে প্রায় ৯০টি সাংগঠনিক টিম। দেশের প্রতিটি জেলা ও মহানগর ইউনিট থেকে কর্মীদের ঢাকায় আনতে নেওয়া হয়েছে সুসংগঠিত প্রস্তুতি।
রেডিওটুডে নিউজ/আনাম