
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা যাতে ফিরে এসে গণহত্যা না চালাতে পারে সেজন্য সবাইকে সোচ্চার হতে হবে। আজ শুক্রবার (১ আগস্ট) উত্তরার সমাবেশে যোগ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা বলেন।
পুরো জুলাই মাসজুড়ে শহীদদের স্মরণে নানা কর্মসূচি শেষে আগস্টের প্রথম দিনেও গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজন রাখে বিএনপি। ঢাকার দুই প্রান্ত, গণঅভ্যুত্থানের অপ্রতিরোধ্য প্রাঙ্গণ উত্তরা ও যাত্রাবাড়িতে আয়োজন করা হয় এই সমাবেশের। শুরুতে শহীদ স্বজনদের বক্তব্যে উঠে আসে সন্তানদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের আহ্বান।
এসময়, ফ্যাসিস্টদের প্রতি ঘৃণা তৈরির আহ্বান জানিয়ে সবাইকে সোচ্চার থাকার আহবান জানান মির্জা ফখরুল। এদিকে মহানগরীর দক্ষিণ বিএনপির আয়োজনে যাত্রাবাড়ীর সমাবেশে যোগ দেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। নির্বাচনের ঘোষণা নিয়ে ষড়যন্ত্র আছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে জনগণকে ভুল বুঝানোর চেষ্টা চলছে।
এসময় রাজনৈতিক দলগুলোকে বিদ্বেষ পরিহার করে সুষ্ঠুধারার রাজনীতি করতে আহ্বান জানান বিএনপি নেতারা।
রেডিওটুডে নিউজ/আনাম