
সুন্দরবন স্কায়ার মার্কেটকে ৩-৪ বছর আগেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল বলে জানান ঢাকা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক কাজী নাজিমুজ্জামান।
তিনি বলেন, ভবনের মধ্যে অনেক মানুষ ছিলেন। পুলিশ সেনাবাহিনী থেকে শুরু করে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা চেষ্টা করেছেন যে তাদেরকে বের করে দেওয়ার জন্য। কিন্তু তারা বের হচ্ছিলেন না। ভেতরের লোকজনের জন্য আমাদের কিছুটা বেগ পেতে হয়।
আজ শনিবার (২ আগস্ট) বেলা ১১টা ১২ মিনিটে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের তৎপরতায় আগুণ নিয়ন্ত্রণে আসে।
তারা আমাদের হুসগুলো নিয়ে টানাটানি করছিলেন জানিয়ে দমকল বাহিনীর এই কর্মকর্তা বলেন, মার্কেটের লোকজন আমাদের এদিকে আসেন ওদিকে আসেন বলে টানাটানি করতে থাকেন। আমরা যদি যথাযথ নিয়মে এই হুসগুলো না টানতে পারি তাহলে সঠিক সময়ে এই আগুণ নিয়ন্ত্রণ করতে পারতাম না। আল্লাহর অশেষ রহমতে ওয়াসার টিম, আমাদের বলেন্টিয়ার এবং মার্কেটের লোকজনের সহযোগিতায় আমরা আগুণ দ্রুত নিয়ন্ত্রণে আনতে পারি।
এ সময় আগুনের ক্ষয়ক্ষতির বিষয়টি তদন্ত সাপেক্ষে পরে জানানো হবে বলেও জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এই কর্মকর্তা।
রেডিওটুডে নিউজ/আনাম