
ঘরে ব্যবহৃত রোবট কীভাবে স্মার্ট হোম প্রযুক্তিকে এগিয়ে নিতে পারে সে লক্ষ্যে ‘ন্যানি রোবট কনফারেন্স’ আয়োজন করেছে চীনের জাতীয় সম্প্রচার সংস্থা চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)। মঙ্গলবার আয়োজন করা হয় এই কনফারেন্সের।
এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল ‘দৈনন্দিন জীবনে রোবট বিপ্লব’। এতে স্মার্ট স্বাস্থ্যসেবা, বুদ্ধিমান আবাসন, পারিবারিক শিক্ষা এবং কমিউনিটি ব্যবস্থাপনা বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
সম্মেলনে ছিল বিভিন্ন প্রতিযোগিতামূলক আয়োজন, যার মাধ্যমে বিভিন্ন গৃহস্থালি কাজে ন্যানি রোবটের বাস্তব ব্যবহার কেমন হতে পারে, তা অংশগ্রহণকারীদের সামনে তুলে ধরা হয়।
এই কনফারেন্সের পাশাপাশি সিএমজি ‘হাই রোবট’ নামে একটি মাইক্রো-ডকুমেন্টারি সিরিজ প্রিমিয়ার করে।
রেডিওটুডে নিউজ/আনাম