
টানা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার একমাত্র আন্তঃজেলা সংযোগ সড়ক, মারিশ্যা দিঘিনালা সড়কে পাহাড় ধসে যান চলাচল বন্ধ রয়েছে। রোববার (৩ আগস্ট) রাতভর ভারী বৃষ্টির ফলে সকাল সাড়ে ৬টার দিকে সড়কের ৯,১০ ও ১৪ কিলোমিটার এলাকায় পাহাড় ধসে পড়ে। এতে চট্টগ্রামগামী শান্তি পরিবহনের বাস ও ছোট বড় অনেক যানবাহন আটকে পড়েছে। দুর্ভোগে পড়েছেন শতাধিক মানুষ।
এদিকে টানা বৃষ্টির ফলে বাঘাইছড়ির নিচু অঞ্চল প্লাবিত হয়েছে বেশ কয়েকটি অভ্যন্তরীণ সড়ক পানিতে তলিয়ে গেছে।
বাঘাইছড়ি পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক ও শান্তি পরিবহনের লাইন ম্যান গিয়াসউদ্দিন নাছির পাহাড় ধসের বিষয়টি নিশ্চিত করে বলেন, এখনও পর্যন্ত তিন স্থানে পাহাড়ের মাটি ধসে পড়ার সংবাদ পেয়েছি, সব গাড়ি আটকে আছে। মাটি সরানোর কাজ এখনো শুরু হয়নি।
শান্তি পরিবহনের যাত্রী মো. আরমান বলেন, সকাল থেকে সড়কে আটকে আছি, প্রচুর বৃষ্টি হচ্ছে। আরো বড় ধরনের আশঙ্কা রয়েছে।
খাগড়াছড়ি সড়ক জনপদ বিভাগের কর্মকর্তা প্রিয়দর্শী চাকমা বলেন, আমরা সংবাদ পেয়েছি। মাটি সরাতে জনবল পাঠানো হয়েছে। মাটি সরাতে কিছুটা সময় লাগবে।
বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার পাহাড় ধসে যান চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি পাহাড়ের পাদদেশে বসবাসকারী সবাইকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন।
রেডিওটুডে নিউজ/আনাম