রোববার,

০৩ আগস্ট ২০২৫,

১৮ শ্রাবণ ১৪৩২

রোববার,

০৩ আগস্ট ২০২৫,

১৮ শ্রাবণ ১৪৩২

Radio Today News

চীনের শীর্ষ কূটনীতিকের সঙ্গে পাকিস্তানি সেনাপ্রধানের বৈঠক

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:৪৮, ২ আগস্ট ২০২৫

Google News
চীনের শীর্ষ কূটনীতিকের সঙ্গে পাকিস্তানি সেনাপ্রধানের বৈঠক

বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। বৃহস্পতিবারের বৈঠকে ওয়াং ই বলেন, পাকিস্তানের সেনাবাহিনী জাতীয় স্বার্থ রক্ষার দৃঢ় রক্ষক এবং চীন-পাকিস্তান বন্ধুত্বের শক্তিশালী সমর্থক। 

চীন ও পাকিস্তান একে অপরের মূল স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সবসময়ই অকুণ্ঠ সমর্থন দিয়ে এসেছে বলে মন্তব্য করেন ওয়াং। তিনি বলেন, দুই দেশের নেতাদের মধ্যে হওয়া গুরুত্বপূর্ণ সমঝোতা বাস্তবায়নে চীন পাকিস্তানের সঙ্গে কাজ করতে প্রস্তুত।

সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানের দৃঢ় অবস্থানকে চীন সমর্থন করে এবং পাকিস্তানে চীনা কর্মী, প্রকল্প ও প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

জেনারেল মুনির বলেন, পাকিস্তান চীনের দীর্ঘদিনের সামাজিক ও অর্থনৈতিক সহায়তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে। চীনা কর্মী ও প্রকল্পগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান সব প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং সন্ত্রাসবিরোধী সহযোগিতা আরও জোরদারে সক্রিয়ভাবে কাজ করবে বলেও জানান তিনি। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের