
অর্থনৈতিক কর্মকাণ্ডে উন্নতির জন্য, স্থিতিশীলতা বজায় রেখে সাধারণ কার্যকর নীতি মেনে চলতে হবে বলে মনে করেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। ২৩শে জুলাই, সিপিসি কেন্দ্রীয় কমিটি চুংনানহাইতে, পার্টির সদস্য ও নির্দলীয় ব্যক্তিদের নিয়ে, একটি সিম্পোজিয়ামে সভাপতির ভাষণে তিনি একথা বলেন।
সি জানান, বছরের দ্বিতীয়ার্ধে অর্থনৈতিক কর্মকাণ্ডে উন্নতির জন্য নতুন উন্নয়ন ধারণাটি সম্পূর্ণ ও নির্ভুলভাবে বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি, অভ্যন্তরীণ সঞ্চালন মসৃণ করতে, আন্তর্জাতিক সঞ্চালনকে এগিয়ে নিতে, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন লক্ষ্য বাস্তবায়ন করতে, এবং "চতুর্দশ পঞ্চবার্ষিক পরিকল্পনা"-র সফল সমাপ্তি অর্জন করতে হবে।
সি চিন পিং জোর দিয়ে বলেন, চীনের অর্থনৈতিক কার্যক্রম এখনও চ্যালেঞ্জের মুখোমুখি। বছরের দ্বিতীয়ার্ধে, আমাদের অবশ্যই সুনির্দিষ্ট অর্থনৈতিক নীতিমালায় প্রচেষ্টা চালিয়ে যেতে হবে এবং সঠিক সময়ে তা প্রয়োগ করতে হবে।
ভাষণে অভ্যন্তরীণ চাহিদা সম্প্রসারণ, সংস্কার, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবন এবং শিল্প উদ্ভাবনকে এগিয়ে নেয়ার ওপরও জোর দেন সি।
রেডিওটুডে নিউজ/আনাম