শুক্রবার,

০১ আগস্ট ২০২৫,

১৭ শ্রাবণ ১৪৩২

শুক্রবার,

০১ আগস্ট ২০২৫,

১৭ শ্রাবণ ১৪৩২

Radio Today News

দশম নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে যেখানে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৩২, ৩১ জুলাই ২০২৫

Google News
দশম নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে যেখানে

দশম নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের আয়োজক নেপাল। এক বিবৃতিতে এ কথা জানিয়েছে ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।  

আগামী বছরের ১২ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত কাঠমান্ডুর লোয়ার মূলপানি ক্রিকেট স্টেডিয়াম এবং আপার মূলপানি ক্রিকেট স্টেডিয়ামে বাছাই পর্বের ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে এখনও বাছাইপর্বের সূচি ঘোষণা করেনি আইসিসি।

বাছাই পর্বে মোট ১০টি দল অংশ নিবে। বাছাই পর্ব থেকে চারটি দল বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। ইতোমধ্যে বাছাই পর্বে খেলা নিশ্চিত করেছে পাঁচটি দল। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার সুবাদে সরাসরি বাছাই পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ এবং স্কটল্যান্ড।

এছাড়া এশিয়া অঞ্চল থেকে থাইল্যান্ড ও নেপাল এবং আমেরিকা অঞ্চল থেকে যুক্তরাষ্ট্র বাছাই পর্বে খেলার সুযোগ নিশ্চিত করেছে। 

বাছাই পর্বে খেলার জন্য আফ্রিকা, ইউরোপ অঞ্চল ও পূর্ব এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে বাকি পাঁচ দল সুযোগ পাবে। আফ্রিকা ও ইউরোপ অঞ্চল থেকে ২টি করে এবং পূর্ব এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে ১টি দল বাছাই পর্বে খেলবে। 

দশ দল দুই গ্রুপে ভাগ হয়ে বাছাই পর্ব খেলবে। প্রতিটি গ্রুপে পাঁচটি করে দল থাকবে। দুই গ্রুপের সেরা ছয় দল সুপার সিক্সে উঠবে। সুপার সিক্সের সেরা দুই দল ফাইনাল খেলবে। 

মোট ১২ দলকে নিয়ে ২০২৬ সালের ১২ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ইংল্যান্ড এন্ড ওয়েলসে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। গত মাসে গ্রুপ ও সূচিও প্রকাশ করেছে আইসিসি। 

গ্রুপ-১এ আছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান ও বাছাই পর্ব থেকে আসা দু’দল। গ্রুপ-২এ থাকছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলংকা ও বাছাই পর্ব থেকে আসা দু’দল।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের