রোববার,

০৩ আগস্ট ২০২৫,

১৯ শ্রাবণ ১৪৩২

রোববার,

০৩ আগস্ট ২০২৫,

১৯ শ্রাবণ ১৪৩২

Radio Today News

৫ দশমিক ৪ ভূমিকম্পে কাঁপল পাকিস্তান, কেন্দ্রস্থল আফগানিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:০৮, ২ আগস্ট ২০২৫

Google News
৫ দশমিক ৪ ভূমিকম্পে কাঁপল পাকিস্তান, কেন্দ্রস্থল আফগানিস্তান

পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে আঘাত হেনেছে শক্তিশালী মাপের ভূমিকম্প। গতকাল শুক্রবার (১ আগস্ট) দিবাগত রাতে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৪। পাক মিডিয়া সামা টিভির প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (পিডিএমএ) তথ্য অনুসারে, ভূপৃষ্ঠ থেকে ১০২ কিলোমিটার গভীরে উৎপন্ন হওয়া ভূমিকম্পটি রিখটার স্কেলে ৫ দশমিক ৪ মাত্রার ছিল। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চল। 

যদিও ইউরো-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য মতে, দিবাগত রাত ২টার কিছু পর আফগানিস্তানের বাঘলান থেকে ১২১ কিলোমিটার পূর্বে ১২৪ কিলোমিটার গভীরে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে।

প্রতিবেদনে বলা হয়, ইসলামাবাদ, পাঞ্জাব এবং খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন অংশে কম্পন অনুভূত হয়েছে। এছাড়া লাহোর, ইসলামাবাদ, মুরি, সারগোধা, ওয়াহ ক্যান্ট, পাঞ্জাবের কাসুর, কেপির পেশোয়ার, সোয়াত এবং এর আশেপাশের এলাকা- নওশেরা, দির, শাংলা, চরসাদ্দা, মালাকান্দ, মারদান, হরিপুর, হাঙ্গু, বালাকোটেও ভূমিকম্প অনুভূত হয়েছে।

এছাড়া গিলগিট-বালতিস্তানের ঘিজার এবং আরও অনেক জেলায়ও ভূ-কম্পনটি অনুভূত হয়। পাকিস্তানের বাইরে, ভারত, ভারত-অধিকৃত কাশ্মীর এবং আফগানিস্তানের সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরাও শক্তিশালী ভূমিকম্প অনুভব করেছেন বলে জানিয়েছেন। সূত্র: সামা টিভি

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের