
তৃতীয় দিনের মতো উদ্ধার তৎপরতা শুরু করে বিল থেকে গাজীপুরের টঙ্গীতে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম জানান, আজ ২৯ জুলাই সকালে নগরের হায়দরাবাদ এলাকার বিলে উদ্ধার তৎপরতা চালিয়ে মরদেহটি উদ্ধার করা হয়।
ঢাকনা খোলা ড্রেনে পড়ে নিখোঁজ নারী ফারিয়া তাজনিম জ্যোতি (৩১) চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার বাগানপাড়া (মসজিদ পাড়া) গ্রামের মৃত ওলিউল্লাহ আহম্মেদ বাবলুর মেয়ে। জ্যোতি মিরপুরে বসবাস করে মনি ট্রেডিং কর্পোরেশন প্রতিষ্ঠানে সেলস ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
রোববার (২৮ জুলাই) রাত ৯টার দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকার ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালের সামনে) ড্রেনে পড়ে তলিয়ে যান তিনি।
স্থানীয়রা জানান, রোববার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাজীপুর সিটি করপোরেশনের ঢাকনাবিহীন একটি ম্যানহোলে পড়ে যান ওই নারী। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চলান। ম্যানহোল থেকে নারীর সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা দুই রাত, একদিন কয়েক কিলোমিটার জুড়ে উদ্ধার তৎপরতা চালানোর পর বুধবার সকালে বিলে উদ্ধার অভিযান শুরু করার ঘন্টাখানেকের মধ্যেই ওই নারীর মরদের সন্ধান পান।
রেডিওটুডে নিউজ/আনাম