
রংপুরের গঙ্গাচড়ায় সনাতন ধর্মাবলম্বীর বাড়িতে হামলার ঘটনার প্রতিবাদ জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে বিক্ষোভ মিছিল করেছেন তারা।
মঙ্গলবার দুপুরে নতুন কলা ভবন এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে কয়েকটি সড়ক ঘুরে বটতলায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাতের কথা বলে উত্তেজিত জনতা হামলা ও লুটপাট করেছে। এমন ঘটনা শুধু হিন্দুদের জন্য নয়, সাধারণ মানুষের জন্য উদ্বেগজনক।
নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নূর এ তামিম বলেন, রংপুরের গঙ্গাচড়ায় এক কিশোর ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিল। এতে যদি ধর্ম অবমাননা হয়েও থাকে, পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। কিন্তু আমরা দেখলাম প্রতিবাদের নাম করে, হিন্দু সম্প্রদায়ের লোকজনের বাড়িতে হামলা, লুটপাট হলো। এখন ওখানকার হিন্দু সম্প্রদায়ের লোকজন তাদের দীর্ঘদিনের বসতবাড়ি রেখে এলাকা ছেড়ে চলে যাচ্ছে। এই ঘটনা খুবই উদ্বেগজনক।
সমাবেশে অভিযোগ করা হয়, অন্তর্বর্তী সরকারের আমলে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার নামে রাজনৈতিক মব সৃষ্টি করা হচ্ছে।
রেডিওটুডে নিউজ/আনাম