
উত্তর চীনের শানসি প্রদেশের থাইইয়ুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে সফলভাবে নতুন একগুচ্ছ নিম্ন-কক্ষপথ স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে চীন।
রোববার সন্ধ্যা ৬টা ৩ মিনিটে লং মার্চ -৬এ পরিবাহক রকেটের মাধ্যমে সফলভাবে ইন্টারনেট লো-অরবিট উপগ্রহ উৎক্ষেপণ করা হয়। উপগ্রহটি পূর্বনির্ধারিত নির্দিষ্ট কক্ষপথে সাফল্যের সঙ্গে প্রবেশ করেছে।
এটি এমন একটি ইন্টারনেট স্যাটেলাইট বহরের পঞ্চম দল, যা মহাকাশ থেকে ইন্টারনেট সংযোগ সুবিধা দিতে পারবে। এটি লং মার্চ সিরিজ রকেটের ৫৮৫তম মিশন।
রেডিওটুডে নিউজ/আনাম