সোমবার,

০৪ আগস্ট ২০২৫,

২০ শ্রাবণ ১৪৩২

সোমবার,

০৪ আগস্ট ২০২৫,

২০ শ্রাবণ ১৪৩২

Radio Today News

ঝাঁজ বেড়েছে পেঁয়াজের, প্রভাব পড়েছে পাইকারি ও খুচরা বাজারে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০০:২২, ৪ আগস্ট ২০২৫

Google News
ঝাঁজ বেড়েছে পেঁয়াজের, প্রভাব পড়েছে পাইকারি ও খুচরা বাজারে

পেঁয়াজের বাজার আবারও চড়া। গত ৩ দিনের ব্যবধানে প্রতি কেজিতে দাম বেড়েছে ১৫ টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা বলছেন, সাম্প্রতিক কয়েকদিনের টানা বৃষ্টির কারণে সরবরাহে বিঘ্ন ঘটেছে, যার প্রভাব পড়েছে পাইকারি ও খুচরা বাজারে।

তবে ভোক্তাদের অভিযোগ, প্রকৃত কারণ ছাড়াই দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা।

রোববার (৩ আগস্ট) রাজধানীর আগারগাঁও, তেজগাঁও কলোনি বাজার ও কারওয়ান বাজারে দেখা গেছে, ভালো মানের দেশি পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকায়। মাঝারি মানের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬৬ থেকে ৭০ টাকায়।

তবে পাড়া-মহল্লার খুচরা দোকানগুলোতে একই পেঁয়াজ ৭৫ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। অথচ মাত্র তিন দিন আগেও এসব পেঁয়াজের দাম ছিল ১৫ টাকা পর্যন্ত কম।

বাজারে পেঁয়াজের দাম কিছুটা বাড়লেও গত বছরের এই সময়ের তুলনায় এখনও অনেক কম। গেল বছরের এই সময় পেঁয়াজের কেজি ছিল ১০৫ থেকে ১২০ টাকা। 

সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) প্রতিদনে দেখা গেছে, গত এক মাসের ব্যবধানে পেঁয়াজের দর ৩০ শতাংশ বেড়েছে। তবে এক বছরের ব্যবধানে দাম কমেছে ৩৩ শতাংশ। 

ব্যবসায়ীরা জানিয়েছে, পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। বাজারে এখন যেসব পেঁয়াজ বেচাকেনা হচ্ছে সেগুলো সবই দেশি। কারওয়ান বাজারের পেঁয়াজ ব্যবসায়ী এরশাদ আলী বলেন, কোনো দেশ থেকে এখন পেঁয়াজ আসছে না। দেশের পেঁয়াজ দিয়েই চলছে বাজার। তিনি বলেন, বৃষ্টির কারণে দাম বেড়েছে। গত তিন-চার দিনে পাইকারি মোকামে প্রতি মণে বেড়েছে ২০০ থেকে ২৫০ টাকা। এর প্রভাব পড়েছে খুচরা বাজারে। তার ভাষ্য, এবার পেঁয়াজের উৎপাদন ভালো হয়েছে। তাই দাম বেশি বাড়বে না। 

আগারগাঁও কাঁচা বাজার থেকে ৭৫ টাকা দরে দুই কেজি পেঁয়াজ কিনেছেন আসাদুল্লাহ মিয়া। তিনি বলেন, ‘চার-পাঁচ দিন আগে পেঁয়াজ কিনেছিলাম ৬০ টাকায়। আজ কিনতে হলো ১৫ টাকা বেশি দরে। কোনো কারণ ছাড়াই দাম বাড়ছে। বাজার এখনই তদারকি না করলে ব্যবসায়ীরা কারসাজি করে দাম আরও বাড়াবে।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের