রোববার,

০৩ আগস্ট ২০২৫,

১৯ শ্রাবণ ১৪৩২

রোববার,

০৩ আগস্ট ২০২৫,

১৯ শ্রাবণ ১৪৩২

Radio Today News

জামায়াত আমিরের হার্টের চারটি ব্লকের বাইপাস করা হয়েছে: চিকিৎসক

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৩৮, ২ আগস্ট ২০২৫

Google News
জামায়াত আমিরের হার্টের চারটি ব্লকের বাইপাস করা হয়েছে: চিকিৎসক

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বিশিষ্ট কার্ডিয়াক সার্জন জাহাঙ্গীর কবিরের তত্ত্বাবধানে এই অপারেশন সম্পন্ন হয়। 

অপারেশন শেষে দুপুর সাড়ে ১২ টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে ডা. জাহাঙ্গীর কবির জানান, জামায়াত আমির ডা. শফিকুর রহমানের অপারেশনটা খুব ভাল হয়েছে। তাকে অত্যাধুনিক প্রযুক্তিতে অপারেশন করা হয়েছে। তার হার্টে তিনটা ব্লকের বাইপাস করার কথা থাকলেও করা হয়েছে চারটিতে।

জাহাঙ্গাঙ্গীর কবির আরও জানান, অপারেশন পরবর্তী দুই/তিনদিন তিনি আইসিইউতে থাকবেন। তার সবকিছু স্বাভাবিক আছে। সময়মতই তাকে অপারেশন করা হয়েছে। সপ্তাহ খানেক পরই তিনি স্বাভাবিক হয়ে হাসপাতাল ছাড়তে পারবেন বলে চিকিৎসকরা আশা করছেন।

এসময় জাময়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ এবং চিকিৎসকদের ধন্যবাদ জানান। দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা পেশ করেন। সবার দোয়া কামনা করেন। 

প্রেস ব্রিফিংয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সহ অন্যান্য নেতা, ইউনাইটেড হাসপাতালের চেয়ারম্যান এবং চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

এর আগে জামায়াত আমিরের পিএস নজরুল ইসলাম আমার দেশকে জানান, শনিবার পৌণে ৭ টার দিকে ডা. শফিকুর রহমানকে অপারেশন থিয়েটারে নেয়া হয়। সেখানে সাড়ে ৮ টার দিকে তার অপারেশন শুরু হয়। চার ঘন্টার বেশি সময় লাগতে পারে বলে চিকিৎসকরা আভাস দিয়েছিলেন। হাসপাতালে পরিবারের সদস্যরা ছাড়াও জামায়াতের শীর্ষ নেতারা উপস্থিত আছেন।

গত ৩০ জুলাই হাসপাতালটিতে ভর্তি হয়ে এনজিওগ্রাম করা হলে জামায়াত আমিরের হার্টের আর্টারিতে কম বেশি ৬ টার মত ব্লক ধরা পড়ে। এরমধ্যে তিনটি  তিনটা ব্লক খুব বেশি ৮৬ শতাংশ পর্যন্ত। আর কিছু ব্লক আছে ৬০ শতাংশের মত বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের