মঙ্গলবার,

০৫ আগস্ট ২০২৫,

২১ শ্রাবণ ১৪৩২

মঙ্গলবার,

০৫ আগস্ট ২০২৫,

২১ শ্রাবণ ১৪৩২

Radio Today News

আজ নতুন বাংলাদেশের ‘ইশতেহার’ ঘোষণা করতে যাচ্ছে এনসিপি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:৩৪, ৩ আগস্ট ২০২৫

Google News
আজ নতুন বাংলাদেশের ‘ইশতেহার’ ঘোষণা করতে যাচ্ছে এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ রোববার (৩ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক জনসমাবেশের মাধ্যমে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করতে যাচ্ছে। গতকাল শনিবার (২ আগস্ট) সকালে দলটির অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানানো হয়।

নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানিয়েছে এনসিপি। দলটির প্রত্যাশা, ‘ইতিহাসের এ সন্ধিক্ষণে’ সবার সঙ্গে দেখা হবে।

এর আগে, গত বুধবার বিকেলে নরসিংদী শহরের পৌরসভার সামনে আয়োজিত পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ৩ আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা দেওয়া হবে। সেদিন সবাইকে শহীদ মিনারে যোগদানের আমন্ত্রণ জানিয়ে নাহিদ ইসলাম আরও বলেন, ‘আপনারা সেদিন সঙ্গে থাকলে সব দাবি আমরা আদায় করে ছাড়ব।’

আজ রোববার ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির সমাবেশ হওয়ার কথা রয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের