বুধবার,

০৬ আগস্ট ২০২৫,

২১ শ্রাবণ ১৪৩২

বুধবার,

০৬ আগস্ট ২০২৫,

২১ শ্রাবণ ১৪৩২

Radio Today News

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নিরাপত্তা ঝুঁকি নেই: র‍্যাব মহাপরিচালক

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:০৯, ৫ আগস্ট ২০২৫

আপডেট: ১৪:১২, ৫ আগস্ট ২০২৫

Google News
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে  নিরাপত্তা ঝুঁকি নেই: র‍্যাব মহাপরিচালক

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠান ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান।

আজ মঙ্গলবার (৫ আগস্ট) মানিক মিয়া অ্যাভিনিউতে গণমাধ্যমকে এ কথা বলেন র‍্যাব প্রধান। 

তিনি বলেন, আজকের প্রোগ্রাম খুব সুন্দর-সুষ্ঠুভাবে হবে। নিরাপত্তার কোনো ঝুঁকি আছে বলে আমি মনে করি না। আমাদের সর্বাত্মক প্রস্তুতি আছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলার সামর্থ্য আমাদের আছে। 

এ কে এম শহিদুর রহমান আরও বলেন, আমাদের পর্যাপ্ত ফোর্স মোতায়েন আছে। পোশাকে, সাদা পোশাকে আছে। যেখানে যেভাবে দরকার, সেভাবে পর্যাপ্ত ফোর্স মোতায়েন আছে। কোনো ধরনের কোনো আশঙ্কা বা কিছু হওয়ার শঙ্কা দেখি না। সুন্দরভাবে আমরা অনুষ্ঠান সম্পন্ন করতে পারবো।

কতখানি জায়গাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আজকে পুরো ঢাকাশহরজুড়ে আমাদের নিরাপত্তা ব্যবস্থা আছে। প্রোগ্রামের জন্য বিশেষভাবে তো আছে। এর বাইরে সমস্ত ঢাকা শহর ও দেশব্যাপী আমরা নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের