
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গ্রামে গ্রামে স্লোগান উঠেছে, তরুণ প্রজন্মের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক। দাঁড়িপাল্লা ইনসাফের প্রতীক।
আজ মঙ্গলবার (৫ আগস্ট) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে সমাবেশ ও গণমিছিলে এসব কথা বলেন তিনি।
এসময় প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে তিনি বলেন, কোনো আবেগে তাড়িত হয়ে, কোনো দলের চাপে, কোনো পরাশক্তি-আধিপত্যবাদের চাপে আপনি নতি স্বীকার করবেন না। কারণ, আপনি নিজে ক্ষমতায় আসেননি। আমরা জানি, আপনার ক্ষমতার আকাঙ্ক্ষা ছিল না। জুলাই-অভ্যুত্থানের বিজয়ীরা জনগণ আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছিল।
‘আমি দেশ শাসন করতে আসিনি, আমি সুষ্ঠু নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে আমি বিদায় নিয়ে আমার জায়গায় চলে যাবো’, ড. ইউনূসের এই বক্তব্য টেনে গোলাম পরওয়ার আরও বলেন, ‘আপনাকে স্যালুট জানাই। কিন্তু আপনাকে প্রমাণ দিতে হবে, এই নির্বাচনে কারও চাপের সামনে আপনি মাথা নত করবেন না। আমরা দেখতে চাই। বাংলাদেশ জামায়াতে ইসলামী আপনার পাশে থাকবে। এই দেশের জনগণ আপনার পাশে থাকবে।’
রেডিওটুডে নিউজ/আনাম