
চীনজুড়ে আবহাওয়ার সতর্কতা পুনর্বহাল করা হয়েছে। শনিবার দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনএমসি) কয়েকটি অঞ্চলে প্রবল বৃষ্টিপাত এবং তীব্র তাপমাত্রার জন্য হলুদ সতর্কতা জারি করেছে।
এনএমসির পূর্বাভাস অনুযায়ী, শনিবার থেকে রোববার পর্যন্ত ইনার মঙ্গোলিয়া, হেইলংচিয়াং, চিলিন, লিয়াওনিং, শানসি, হ্যবেই, বেইজিং, থিয়েনচিন, সিয়াংসু, শাংহাই, চ্যচিয়াং, আনহুই, চিয়াংসি, ফুচিয়ান, কুয়াংতোং, কুয়াংসি, ইয়ুননান এবং তাইওয়ানের কিছু অংশে ভারী বৃষ্টি হতে পারে।
এই অঞ্চলগুলোর কয়েকটি স্থানে প্রতি ঘণ্টায় ৭০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের পাশাপাশি বজ্রপাত ও ঝোড়ো হাওয়া বইতে পারে।
রেডিওটুডে নিউজ/আনাম