মঙ্গলবার,

০৫ আগস্ট ২০২৫,

২০ শ্রাবণ ১৪৩২

মঙ্গলবার,

০৫ আগস্ট ২০২৫,

২০ শ্রাবণ ১৪৩২

Radio Today News

শেষ হলো সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ফুটবল টুর্নামেন্ট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪০, ৪ আগস্ট ২০২৫

Google News
শেষ হলো সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ফুটবল টুর্নামেন্ট

সমাজকল্যাণ গবেষণা ইনস্টিটিউটে প্রথমবারের মতো নিজস্ব মাঠে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। আয়োজক হিসেবে ছিল ১৬তম ব্যাচ, যেখানে অংশগ্রহণ করে মোট ৮টি প্রতিযোগী দল।

টানা তিন দিনের প্রতিযোগিতা আর খেলোয়াড়ী মনোভাবের মধ্য দিয়ে টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নেয় আয়োজক ১৬তম ব্যাচ এবং ১২তম ব্যাচ। উত্তেজনাপূর্ণ এই ফাইনাল ম্যাচে ১২তম ব্যাচের তৌফিকুজ্জামান তৌফিকের জোড়া গোলে ১৬তম ব্যাচকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ১২তম ব্যাচ।

টুর্নামেন্টে সেরা গোলকিপার হিসেবে নির্বাচিত হন ১৪তম ব্যাচের অনাবিল এবং টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হন ১২তম ব্যাচের রবিউল ইসলাম। চ্যাম্পিয়ন দল ১২তম ব্যাচের নেতৃত্বে ছিলেন মামুন রেজা, আর রানার্সআপ ১৬তম ব্যাচের নেতৃত্ব দেন মেহেদী হাসান।

ঢাবির সমাজকল্যাণ গবেষণা ইনস্টিটিউটের সাবেক শিক্ষার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম তারিক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন রানার্সআপ দলের মধ্যে কাপ মেডেল বিতরণ করেন। সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ছাত্র উপদেষ্টা জনাব শেখ তৌহিদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন, আবুল কাসেম, রাকিব হোসেন, কর্মী শেখ তারিফ হোসেন, তরিকুল ইসলাম তারেক, সাখাওয়াত আনসারী সৈকত, আয়াজ উদ্দিন, নাজমুল হোসেন সহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বিষয়ে তারিক বলেন, "শারীরিক মানসিক স্বাস্থ্য বিকাশে এবং মাদকমুক্ত সমাজ বিনির্মাণে খেলাধুলার বিকল্প শুধু খেলাধুলায়। এই আয়োজন ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক সম্প্রীতি, নেতৃত্বগুণ ক্রীড়া চেতনার অনন্য উদাহরণ হয়ে থাকবে। আমি যখন যেখানে যেভাবেই সুযোগ পাই আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি। ১৬তম ব্যাচের আয়োজনে আন্তঃব্যাচ ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে প্রতিনিধিত্ব করতে এবং উক্ত টুর্নামেন্টকে সাফল্যমন্ডিত করতে নিজে উপস্থিত থেকে, নিজ অর্থায়নে চ্যাম্পিয়ন রানার্সআপ ট্রফি এবং চ্যাম্পিয়ন রানার্সআপ টিমের মধ্যে মেডেল প্রদান করেছি। ভবিষ্যতেও ধারা অব্যাহত থাকবে।"

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের