মঙ্গলবার,

০৫ আগস্ট ২০২৫,

২০ শ্রাবণ ১৪৩২

মঙ্গলবার,

০৫ আগস্ট ২০২৫,

২০ শ্রাবণ ১৪৩২

Radio Today News

শেখ হাসিনাকে ফেরতের বিষয়ে ভারত ইতিবাচক উত্তর দেয়নি: পররাষ্ট্র উপদেষ্টা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:২৩, ৪ আগস্ট ২০২৫

আপডেট: ২১:২৫, ৪ আগস্ট ২০২৫

Google News
শেখ হাসিনাকে ফেরতের বিষয়ে ভারত ইতিবাচক উত্তর দেয়নি: পররাষ্ট্র উপদেষ্টা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দিয়েছিল বাংলাদেশ। তবে এ বিষয়ে দিল্লি থেকে ইতিবাচক উত্তর আসেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। সোমবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের একথা জানান তিনি।

শেখ হাসিনাকে দেশে ফেরত আনার সাংবাদিকরা জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, 'এ বিষয়ে নতুন কোনো তথ্য নেই। বিচারের সম্মুখীন করতে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ। তবে ভারত থেকে ইতিবাচক কোনো উত্তর আসেনি। বাংলাদেশ এ বিষয়ে অপেক্ষা করছে।' তিনি বলেন, 'ইতোমধ্যে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। কেউ আসুক আর না আসুক, তার জন্য তো বিচার আটকে থাকে না।'

এ বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতা চাওয়া হবে কিনা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, 'সরকার প্রয়োজন মনে করলে সহযোগিতা নিতে পারে। তবে এ মুহূর্তে কোনো প্রয়োজন দেখছি না।'

ভারতের ‘পুশইন’ নিয়ে বাংলাদেশের অবস্থান সম্পর্কে তৌহিদ হোসেন বলেন, 'পুশইন নিয়ে কোনো নীতি নেই। ভারতে কোনো বাংলাদেশি অবৈধভাবে বসবাস করলে তাকে তারা (ভারত) আটক করতে পারে। বিষয়টি আমাদের জানাবে, বাংলাদেশ তার নাগরিকত্ব নিশ্চিত করবে এবং এরপর তারা ফেরত পাঠাবে। পুশইন হচ্ছে এ ব্যবস্থার একটি ব্যত্যয়। এ নিয়ে আমরা আপত্তি জানিয়েছি।'

তিনি বলেন, 'ভারতকে বলেছি যে, তোমরা যে তালিকা দিয়েছ, সেই তালিকা অনুযায়ী যাচাই করে লোক ফেরত নিয়েছি। ফলে সে পদ্ধতিতেই আটকদের ফেরত পাঠানো উচিত। তারপরও ভারত পুশইন করছে, এটি দুর্ভাগ্যজনক। আমরা এ বিষয়ে প্রতিবাদ করছি।'

এখন বাংলাদেশের কি করার রয়েছে– এই প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, 'একটি কথা অনস্বীকার্য যে, এ বিষয়ে আমরা যুদ্ধ করবো না নিশ্চই! তাহলে যে পদ্ধতি বাকি থাকে তা হলো- কূটনৈতিক আলোচনা। সেটি আমরা করছি। সাফল্য এখনও আসেনি, তবে আমরা আশা করি সাফল্য আসবে।'

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের