
২০১৫ সাল থেকে এ পর্যন্ত ৭০টিরও বেশি দেশের ১ হাজার ৬০০ জনেরও বেশি জাতিসংঘ শান্তিরক্ষীকে প্রশিক্ষণের জন্য একাধিক বিশেষজ্ঞ পাঠিয়েছে চীনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বুধবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমের প্রশ্নের জবাবে সিনিয়র কর্নেল চাং সিয়াওকাং এসব তথ্য জানান।
তিনি বলেন, চীন এই বছর শান্তিরক্ষা গোয়েন্দা, বেসামরিক সুরক্ষা এবং ড্রোন প্রযুক্তির উপর আরও তিনটি আন্তর্জাতিক প্রশিক্ষণ কোর্স আয়োজনের পরিকল্পনা করছে। এর মাধ্যমে বিশ্বব্যাপী শান্তিরক্ষা কার্যক্রমে চীনের সক্রিয় ভূমিকা এবং প্রতিশ্রুতি আরও সুদৃঢ় হবে।
রেডিওটুডে নিউজ/আনাম