
চায়না মিডিয়া গ্রুপ সিএমজি-র সিজিটিএন, ২০২৩ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত, বিশ্বের ৪৬টি দেশের ৪৭ হাজার মানুষের ওপর একটি জরিপ পরিচালনা করে। জরিপে, তাঁরা চীনের অর্থনীতির শক্তি, সুপ্তশক্তি ও স্থিতিস্থাপকতাকে মূল্যায়ন করেন এবং চীনের অর্থনীতিতে তাদের আস্থার কথা জানান।
টানা তিন বছর ধরে উত্তরদাতারাদের চীনের অর্থনীতির প্রতি আস্থার হার ছিল যথাক্রমে ৭৪.৭ শতাংশ, ৮১.৩ শতাংশ ও ৮১.৯ শতাংশ।
এ ছাড়া, বিশ্বের শিল্প-শৃঙ্খল ও সরবরাহ-শৃঙ্খলে চীনের অর্থনীতির গুরুত্বের স্বীকৃতি দিয়েছেন যথাক্রমে ৭৮.৫ শতাংশ, ৮৪.৩ শতাংশ ও ৮৪.৭ শতাংশ উত্তরদাতা। আর, ২০২৫ সালের জরিপে, ৮৯.৫ শতাংশ উত্তরদাতা মনে করেন, চীনের অর্থনীতি খুবই শক্তিশালী।
এর মধ্যেম ১৮ থেকে ৪৪ বছর বয়সী উত্তরদাতাদের স্বীকৃতির হার ৯০ শতাংশ ছাড়িয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম