
কাপ্তাই লেকে বিপদসীমা অতিক্রম করে পানি বৃদ্ধি পাওয়ায় কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র জরুরি পদক্ষেপ নিয়েছে। টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পানির কারণে লেকের পানি অপ্রত্যাশিতভাবে বেড়ে যাওয়ায় সোমবার (৪ আগস্ট) বিকেল ৩টা থেকে জলকপাট খুলে পানি ছাড়া হবে।
কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, রোববার রাত পর্যন্ত কাপ্তাই হ্রদে পানির উচ্চতা ছিল ১০৭ ফুট মীনস সি লেভেল (এমএসএল)। হ্রদে পানির লেভেল অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় জরুরি ভিত্তিতে পানি নিষ্কাশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দিয়ে প্রায় নয় হাজার কিউসেক পানি ছাড়া হবে। যদি পানির স্তর আরও বাড়ে, তবে জলকপাটগুলো আরও বেশি খোলা হবে।
বর্তমানে হ্রদে পর্যাপ্ত পানি থাকায় কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটই সচল রয়েছে। এই পাঁচটি ইউনিট থেকে ২১৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এর মধ্যে ১ ও ২ নম্বর ইউনিট থেকে ৪৬ মেগাওয়াট করে মোট ৯২ মেগাওয়াট, ৩ নম্বর ইউনিট থেকে ৪৭ মেগাওয়াট, এবং ৪ ও ৫ নম্বর ইউনিট থেকে ৪০ মেগাওয়াট করে মোট ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে প্রতিদিন ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হলেও, পানির উচ্চতা দ্রুত বাড়তে থাকায় জলকপাট খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদ্যুৎ কেন্দ্রটির মোট উৎপাদন সক্ষমতা ২৩০ থেকে ২৪৫ মেগাওয়াট পর্যন্ত।
এই পদক্ষেপ উজান এবং ভাটি এলাকায় বন্যা নিয়ন্ত্রণের জন্য গুরুত্বপূর্ণ বলে জানানো হয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম