
শাংহাই সহযোগিতা সংস্থা-এসসিও’র সদস্যদেশগুলোর কৃষিমন্ত্রীদের দশম বৈঠক বুধবার চীনের ইউননান প্রদেশের খুনমিংয়ে অনুষ্ঠিত হয়।
"কৃষিনীতি বিনিময় জোরদার করা এবং একটি ঘনিষ্ঠ ও উন্নত এসসিও কৃষি সহযোগিতা পরিবার গড়ে তোলা" শীর্ষক থিমে, গ্রামীণ উন্নয়ন, দারিদ্র্যবিমোচন সহযোগিতা, এবং বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত বিনিময়ের ওপর আলোকপাত করা হয় বৈঠকে।
চীনের কৃষি ও গ্রামীণ মন্ত্রী হান চুন বলেন, চীন কৃষি সহযোগিতার সম্ভাবনা আরও উন্মোচন করতে এবং যৌথভাবে এসসিও কৃষি সহযোগিতায় একটি নতুন অধ্যায় গড়তে সকল সদস্যরাষ্ট্রের সাথে কাজ করতে ইচ্ছুক।
বৈঠকে অংশগ্রহণকারীরা বলেন, এসসিও কৃষিমন্ত্রীদের বৈঠক ব্যবস্থাকে শক্তিশালী করা এবং পারস্পরিক শিক্ষা ও সুবিধার মাধ্যমে আধুনিক কৃষি উন্নয়ন ও গ্রামীণ সমৃদ্ধি প্রচারের ব্যাপারে আশাবাদী তাঁরা।
রেডিওটুডে নিউজ/আনাম