
তৃতীয় টি-টোয়েন্টিতে উইন্ডিজকে ১৩ রানে হারিয়েছে পাকিস্তান। সোমবার (৪ আগস্ট) ফ্লোরিডার লডারহিল স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ টি-টোয়েন্টি ম্যাচে রোমাঞ্চকর জয় তুলে নিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জয় করেছে পাকিস্তান।
টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৮৯ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে। ইনিংসের শুরুতেই ঝড় তোলেন দুই ওপেনার সাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুব। ফারহান ৭৪ রান করেন ৫৩ বলে, আর সাইম আয়ুব ৪৯ বলে করেন ৬৬ রান।
উদ্বোধনী জুটিতে তারা করেন ১৩৮ রান, যা পাকিস্তানের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পরবর্তীতে ইনিংসের শেষ দিকে হাসান নবাজ (৭ বলে ১৫), খুশদিল শাহ (৬ বলে ১১)* ও ফাহিম আশরাফ (৩ বলে ১০)* ছোট কিন্তু কার্যকর ইনিংস খেলে দলীয় স্কোর আরও এগিয়ে নিয়ে যান।
জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ আক্রমণাত্মক সূচনা করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারায়। ওপেনার জুয়েল অ্যান্ড্রু করেন ২৪ রান এবং আলিক আথানাজে খেলেন ৬০ রানের দুর্দান্ত ইনিংস। এটি তার ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফিফটি।
তবে পাকিস্তানি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ধাক্কা খায় স্বাগতিকরা। হ্যারিস রউফ, মোহাম্মদ নবাজ, সাইম আয়ুব, হাসান আলি ও সুফিয়ান মুকিম সবাই একটি করে উইকেট শিকার করেন। শার্ফেইন রাদারফোর্ড ৩৫ বলে ৫১ রান করেও দলকে জিতিয়ে ফিরতে পারেননি।
একটি কৌশলগত সিদ্ধান্ত হিসেবে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যান রস্টন চেজকে ‘রিটায়ার্ড আউট’ ঘোষণা করা হয়, যা পাকিস্তানের পক্ষে গতি ফেরাতে সহায়ক হয়। শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ ৬ উইকেটে ১৭৬ রানেই থেমে যায়।
এই সিরিজ জয়ের মাধ্যমে পাকিস্তান বিদেশের মাটিতে সাম্প্রতিক টি-টোয়েন্টি ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়িয়েছে এবং আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। অন্যদিকে, এটি ওয়েস্ট ইন্ডিজের পরপর দ্বিতীয় টি-টোয়েন্টি সিরিজ হার।
তৃতীয় ম্যাচে পাকিস্তান দুইটি পরিবর্তন এনেছিল। ইনজুরির কারণে বিশ্রামে থাকা শাহিন আফ্রিদির জায়গায় দলে ফেরেন হ্যারিস রউফ এবং ফখর জামানের পরিবর্তে একাদশে আসেন খুশদিল শাহ।
রেডিওটুডে নিউজ/আনাম