লন্ডন প্রবাসী সাবেক ছাত্রদল নেতা জুনাইদ বোগদাদীর ভাই সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার লন্ডন প্রবাসী ও সাবেক ছাত্রদল নেতা মোঃ জুনাইদ বোগদাদীর বড় ভাই মোঃ রিপন মিয়া সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ৩ আগস্ট সন্ধ্যায় উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের বিষ্ণাউড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যায় রিপন মিয়া বাড়ির কাছে একজনের সঙ্গে কথা বলছিলেন। সে সময়ে হঠাৎ মোটরসাইকেল যোগে আসা কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। গুলিটি তার পায়ে লেগে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।
চিকিৎসকরা জানিয়েছেন, গুলিবিদ্ধ হয়ে তার পায়ে মারাত্মক জখম হয়েছে এবং তিনি বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) রয়েছেন। প্রচুর রক্তক্ষরণের কারণে তার অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে জুনাইদ বোগদাদী সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের একটি পোস্টে সমালোচনামূলক মন্তব্য করেছিলেন। সেই মন্তব্যকে কেন্দ্র করেই এই হামলার ঘটনা ঘটেছে। তাকে প্রাণে মেরে ফেলার জন্যই এ হামলা করা হয়েছে।
এ ঘটনার পর এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। হামলার পর এ নিউজ লেখা পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক পদক্ষেপ নেয়া হয়নি। এ নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।
রিপন মিয়ার পিতা মৃত মোঃ তারু মিয়া এবং পরিবারের অন্যান্য সদস্যরা বলেন, হামলার ঘটনাটি সম্পূর্ণ পরিকল্পিত ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আমরা দ্রুত এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।
রেডিওটুডে নিউজ/আনাম

