সোমবার,

০৪ আগস্ট ২০২৫,

২০ শ্রাবণ ১৪৩২

সোমবার,

০৪ আগস্ট ২০২৫,

২০ শ্রাবণ ১৪৩২

Radio Today News

৭ মৌলিক বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’, ১২টিতে সরাসরি একমত বিএনপি: সালাহউদ্দিন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:০৯, ৪ আগস্ট ২০২৫

আপডেট: ১৭:১১, ৪ আগস্ট ২০২৫

Google News
৭ মৌলিক বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’, ১২টিতে সরাসরি একমত বিএনপি: সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফা আলোচনায় দলটি ৭টি মৌলিক বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছে এবং বাকি ১২টি বিষয়ে সরাসরি একমত হয়েছে। আজ সোমবার (৪ আগস্ট) রাজধানীর গুলশানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘বিএনপি নাজুলাই সনদ নিয়ে কোনো গোপন সমঝোতা করছে না। এ নিয়ে উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে, যা রাজনৈতিক হীনমন্যতার বহিঃপ্রকাশ।’

সংস্কার কমিশনের কার্যক্রম প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ জানান, বিভিন্ন রাজনৈতিক দল ও জনগণের কাছ থেকে সংগৃহীত প্রস্তাবের ভিত্তিতে কমিশন একটি সংস্কার রিপোর্ট প্রণয়ন করেছে এবং তা সরকারকে হস্তান্তর করা হয়েছে। তিনি জানান, বিএনপিও লিখিতভাবে তাদের বিস্তারিত প্রস্তাব জমা দিয়েছে।

জুলাই ঘোষণাপত্র নিয়ে বিএনপির অবস্থান স্পষ্ট জানিয়ে সালাহউদ্দিন বলেন, ‘সাংবিধানিক স্বীকৃতি দিতে হলে গণঅভ্যুত্থানের বিষয়টি চতুর্থ তফসিলে অন্তর্ভুক্ত করতে হবে। যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, সেসব নথি পাঠানো মাত্র বিএনপি স্বাক্ষর করবে।’

তিনি আরও বলেন, ‘বিএনপি বৈধ ও আইনসম্মত সংস্কারের পক্ষে। তবে সংবিধান সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নির্বাচিত সরকারের অধীনেই হওয়া উচিত।’

নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বিএনপি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সুস্পষ্ট বক্তব্যের অপেক্ষায় রয়েছে।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের