সোমবার,

০৪ আগস্ট ২০২৫,

২০ শ্রাবণ ১৪৩২

সোমবার,

০৪ আগস্ট ২০২৫,

২০ শ্রাবণ ১৪৩২

Radio Today News

জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে যোগ দেয়ার সিদ্ধান্ত পরে জানাবে বিএনপি: সালাহউদ্দিন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:৫৯, ৪ আগস্ট ২০২৫

আপডেট: ২১:০১, ৪ আগস্ট ২০২৫

Google News
জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে যোগ দেয়ার সিদ্ধান্ত পরে জানাবে বিএনপি: সালাহউদ্দিন

জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে বিএনপির যোগ দেয়ার বিষয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সোমবার (৪ আগস্ট) সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

সালাহউদ্দিন বলেন, প্রথম থেকেই আমাদের সঙ্গে ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা হয়ে আসছে। বিশেষ করে ৬টি কমিশনকে গুরুত্বপূর্ণ বিবেচনায় আমরা দলের পক্ষ থেকে সংস্কার প্রস্তাব করেছি।

এসময় বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিভিন্ন সময়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যুক্ত থাকা দলগুলোর সাথে আমরা আলোচনা করে আসছি। জনমনে নির্বাচন নিয়ে ধোঁয়াশার দ্রুত অবসান হওয়া উচিত।

তিনি বলেন, নির্বাচন বিলম্বিত করার কোনো কারণ নেই। জনগণ ভোট দিতে পারেনি, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়নি। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়নি এখনও। সনদের ড্রাফটে আমরা সম্মতি দিয়েছি। দ্বিমতের জায়গা নেই আর।

নজরুল ইসলাম বলেন, জনগণ নির্বাচন চায়, কমিশন প্রস্তুত। সংস্কার কার্যক্রম হচ্ছে, সনদ হচ্ছে। ফ্যাসিস্টদের বিচার চাই আমরা সবাই। সেই বিচারিক কার্যক্রমও চলছে। নির্বাচন বিলম্ব হওয়ার আর কোনো কারণ নেই। সরকার নির্বাচন নিয়ে সুস্পষ্ট বক্তব্য/বার্তা ইসিতে দেবেন দ্রুত যা জনগণ আশা করছে। আগামী নির্বাচনে যারাই ক্ষমতায় আসুক না কেন, ফ্যাসিস্টের বিচার নিশ্চিত করতে হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের