
দুর্দান্ত পারফর্ম করছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠেছে যুবা টাইগাররা। দুই ম্যাচ হাতে রেখেই শিরোপা জয়ের লড়াইয়ের টিকিট কেটেছে আজিজুল হক তামিমের দল।
বাংলাদেশ-জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকাকে নিয়ে হওয়া অনূর্ধ্ব-১৯ দলের ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে সবাই এরই মধ্যে চারটি করে ম্যাচ খেলেছে। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দুই দলেরই সমান ৬ পয়েন্ট। অন্যদিকে জিম্বাবুয়ে চার ম্যাচের মধ্যে চারটিতে হেরে এখনো কোনো পয়েন্ট পায়নি।
শুক্রবার (১ আগস্ট) হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। বাকি থাকা দুই ম্যাচ জিতলেও জিম্বাবুয়ে চার পয়েন্টের বেশি পাচ্ছে না। সেকারণে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা উঠে গেছে ফাইনালে। ১০ আগস্ট হারারেতে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে তারা।
বাংলাদেশের আগুনে বোলিংয়ে পাত্তাই পায়নি জিম্বাবুয়ে। ছবি: জিম্বাবুয়ে ক্রিকেট
টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশের অধিনায়ক আজিজুল তামিম। প্রথমে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের তোপে মাত্র ২২.৩ ওভারে ৮৯ রানে অলআউট হয় স্বাগতিক জিম্বাবুয়ে। ২৭ রান খরচায় ৪ উইকেট শিকার করেন পেসার ইমন। এছাড়া স্বাধীন ইসলাম ও সানজিদ মজুমদার পেয়েছেন দুটি করে উইকেট।
৯০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ৫ রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। প্রথম ওভারের শেষ বলে ওপেনার রিফাত বেগকে ফেরান জিম্বাবুয়ে পেসার শেল্টন মাজভিতোরেরা। বাংলাদেশের ওপেনার মেরেছেন গোল্ডেন ডাক। দলীয় ৩৯ রানে বাংলাদেশ হারায় দ্বিতীয় উইকেট।
অধিনায়ক তামিম ও রিজান হোসেন তৃতীয় উইকেটে অবিচ্ছেদ্য ৫২ রানের জুটি গড়েন। এতেই ২০৯ বল হাতে রেখে ৮ উইকেটের জয়ে ফাইনাল নিশ্চিত করে লাল-সবুজের প্রতিনিধিরা।
রেডিওটুডে নিউজ/আনাম