বৃহস্পতিবার,

০৭ আগস্ট ২০২৫,

২৩ শ্রাবণ ১৪৩২

বৃহস্পতিবার,

০৭ আগস্ট ২০২৫,

২৩ শ্রাবণ ১৪৩২

Radio Today News

আমরা নির্বাচন ছাড়া অন্য কোনো কিছুতে আর বিশ্বাস করি না: ফখরুল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:৫১, ৬ আগস্ট ২০২৫

Google News
আমরা নির্বাচন ছাড়া অন্য কোনো কিছুতে আর বিশ্বাস করি না: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা নির্বাচন ছাড়া অন্য কোনো কিছুতে আর বিশ্বাস করি না। তিনি বলেন, আমাদের (নির্বাচনী) প্রক্রিয়া চলছেই। আমাদের রাজনৈতিক মূল উদ্দেশ্যই হচ্ছে, একটা নির্বাচনের মধ্যে দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থাতে যাওয়া। সুতরাং, নির্বাচনের যে কার্যক্রম-প্রক্রিয়া, এটা সবসময় আমাদের মধ্যে আছে। 

আজ বুধবার (৬ আগস্ট) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। 

একটা দলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, দেশের যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি তাতে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন সম্ভব না। সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, এটা তাদের নিজস্ব মত। আমরা এবং গোটা জাতি মনে করি, অতিদ্রুত একটা নির্বাচন একমাত্র পথ যা দিয়ে আমরা বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণ করে গণতন্ত্রে উত্তরণ ঘটাতে পারি।       

এসময় নির্বাচন নিয়ে আরেক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ৯১-তে তিন মাসে নির্বাচন হয়েছে। তখনও একটা ছাত্র গণঅভ্যুত্থানের পরে সেই নির্বাচন হয়েছিল। পরবর্তীতে সমস্ত নির্বাচন তিন মাসের মধ্যে সম্ভব হয়েছে। এখন আরও বেশি করে সম্ভব, কেননা জনগণ এই নির্বাচন চায়। জনগণই আইন-শৃঙ্খলা রক্ষার জন্য বড় প্রহরী হয়ে দাঁড়াবে।

তিনি আরও বলেন, ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানের পর নতুন আশার সৃষ্টি হয়েছে মানুষের মনে। একইসাথে বিএনপি মনে করে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সরকার ও নির্বাচন কমিশন সব কিছু করবে।  

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের