
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আজকের জনসভা, মিছিল প্রমাণ করেছে দেশের মানুষ ধানের শীষের পক্ষের শক্তি। দেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির পক্ষে। দেশের মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার সৈনিক, তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়তে চায় তারা।
বুধবার (৬ আগস্ট) বিকালে চট্টগ্রাম নগরীর নিউমার্কেট মোড়ে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিজয় র্যালি-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আমীর খসরুর নেতৃত্বে বিজয় র্যালিটি নিউমার্কেট মোড় থেকে শুরু হয়ে কোতোয়ালি মোড়, লালদীঘি, আন্দরকিল্লা মোড়, চেরাগী মোড় হয়ে প্রেস ক্লাবের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
আমীর খসরু বলেন, আজকের এ বাংলাদেশ, আমরা গণতন্ত্রের দিকে চলেছি। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার যাত্রা শুরু হয়েছে। এ গণতন্ত্র বাংলাদেশের জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য শুরু করেছি। ১৬ বছর ধরে ত্যাগ, জেল, গুম, খুন হয়েছি দেশের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য। আজকের এ কর্মসূচি দেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে দেওয়া এবং মালিকানা ফিরিয়ে দেওয়ার যাত্রা।
তিনি বলেন, সফলভাবে তারেক রহমানের নেতৃত্বে আমরা ফ্যাসিস্ট, স্বৈরাচারকে বিদায় করতে পেরেছি। আমাদের বহু প্রাণের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে আজকে এ জায়গায় বিএনপির নেতৃত্বে দেশের জনগণকে নিয়ে সফলভাবে গণতন্ত্রের পথে চলতে শিখেছি। বিএনপিতে বিশৃঙ্খলা সৃষ্টিকারীর কোনো স্থান নেই। বারবার বলছি, কোনো শৃঙ্খলা ভঙ্গকারীর জায়গা হবে না বিএনপিতে। ৫-৬ হাজারকে বহিষ্কার করা হয়েছে। কোনো দখলদার, চাঁদাবাজদের জায়গা নেই বিএনপিতে। কোনো ভাইয়ের রাজনীতি বিএনপিতে চলবে না। শুধু বিএনপির রাজনীতি করতে হবে।
খসরু আরও বলেন, আমরা এখন নির্বাচনের সড়কে ঢুকেছি। দেশের মানুষ ধানের শীষের অপেক্ষায় আছে। লাখ লাখ জনতা আজকে এখানে জমায়েত হয়েছে শুধুমাত্র গণতন্ত্রের যে অগ্রযাত্রায় আমরা নেমেছি, সেটাকে সফলভাবে আরও বেশি সমাদর করার জন্য। এ গণতন্ত্রের অগ্রযাত্রাকে কেউ যাতে বাধাগ্রস্ত করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। এ পথে যারা বাধাগ্রস্ত করবে আগামী দিনে দেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবে।
প্রধান বক্তার বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম বলেন, শেখ হাসিনা গণহত্যাকারী, তাকে ভারত থেকে ফিরিয়ে এনে আদালতের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। বাংলাদেশের মানুষ শেখ হাসিনার বিচার চায়। প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণে আগামী রমজানের আগে ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দিয়েছেন। চট্টগ্রামসহ সারা দেশের মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। নির্বাচনের কার্যক্রম শুরু হয়ে গেছে। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। সবাই নির্বাচনী কার্যক্রম শুরু করেন। জনগণের দুয়ারে যান। আগামী দিনে বিএনপি বিপুল ভোটে জয়ী হয়ে ক্ষমতায় আসবে। তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, ইনশাআল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেন, ৫ আগস্ট হচ্ছে শেখ হাসিনার পতন দিবস। লক্ষণ সেনের মতো এক বছর আগে শেখ হাসিনা পেছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছিল। বিগত ১৬ বছর বিএনপি নেতাকর্মীরা গুম, খুন, হত্যা, নির্যাতন, হামলা-মামলার শিকার হয়েছেন। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র বিএনপির হাতেই নিরাপদ।
বিশেষ অতিথির বক্তব্যে ব্যারিস্টার মীর হেলাল বলেন, তারেক রহমান ডাক দিয়েছেন। ইনশাআল্লাহ, নির্বাচনের মাধ্যমে সফল বাংলাদেশ গড়ে তুলবেন। তার অগ্রযাত্রা রুখার ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারও নেই। আমরা আশাবাদী, আগামী ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে জনগণের ম্যান্ডেট নিয়ে ধানের শীষই ক্ষমতায় আসবে।
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানের সভাপতিত্বে এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজার পরিচালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ভিপি হারুন অর রশীদ, শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দীন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান, কেন্দ্রীয় বিএনপির সদস্য হুম্মাম কাদের চৌধুরী, তরিকুল ইসলামসহ প্রমুখ।
রেডিওটুডে নিউজ/আনাম