বুধবার,

০৬ আগস্ট ২০২৫,

২২ শ্রাবণ ১৪৩২

বুধবার,

০৬ আগস্ট ২০২৫,

২২ শ্রাবণ ১৪৩২

Radio Today News

চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের নির্দেশ দিলেন চীনের ভাইস প্রিমিয়ারের

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:০৬, ৫ আগস্ট ২০২৫

আপডেট: ২৩:০৭, ৫ আগস্ট ২০২৫

Google News
চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের নির্দেশ দিলেন চীনের ভাইস প্রিমিয়ারের

মশাবাহিত রোগ চিকুনগুনিয়ার প্রাদুর্ভাবের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় নিশ্চিত করার পাশাপাশি জনগণের স্বাস্থ্য সুরক্ষায় সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন চীনের উপ-প্রধানমন্ত্রী লিউ কুওচোং। সম্প্রতি দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশে মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যক্রম পরিদর্শন করে তিনি এই আাহ্বান জানান।

মারাত্মকভাবে চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব দেখা দেওয়া ফোশান শহরের শুন্তে জেলা পরিদর্শন করেন লিউ কুওচোং। সেখানে তিনি স্থানীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র, হাসপাতাল এবং দায়িত্বরতদের সঙ্গে কথা বলেন। তিনি রোগ প্রতিরোধ, রোগীর চিকিৎসা, মশা নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বৃদ্ধির কাজগুলো সম্পর্কে খোঁজখবর নেন। এরপর তিনি এই রোগ মোকাবিলার জন্য পরবর্তী পরিকল্পনা নিয়ে একটি সভা করেন।

লিউ আক্রান্ত অঞ্চলের ভেতরে ও বাইরে থেকে আসা কেসগুলো নিয়ন্ত্রণ এবং চিকুনগুনিয়ার বিস্তার ঠেকাতে সর্বাত্মক প্রচেষ্টার ওপর জোর দেন। তিনি আরও বলেন, মশা নির্মূল ও প্রতিরোধের জন্য বিজ্ঞানসম্মত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং মশার অনুকূল পরিবেশ ধ্বংস করতে হবে।  

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের