গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ ১১

মঙ্গলবার,

০৯ ডিসেম্বর ২০২৫,

২৪ অগ্রাহায়ণ ১৪৩২

মঙ্গলবার,

০৯ ডিসেম্বর ২০২৫,

২৪ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ ১১

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৫১, ৫ আগস্ট ২০২৫

Google News
গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ ১১

রাজধানীর মানিক মিয়া এভিনিউতে গ্যাস বেলুন বিস্ফোরণে অন্তত ১১ জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বেলা সোয়া দুইটার দিকে সংসদ ভবন এলাকায় জুলাই ঘোষণাপত্র পাঠের স্টেজের সামনে এ ঘটনা ঘটে। 

দগ্ধরা হলেন— মনসুর ইসলাম (৩৭), আব্দুর রহমান মিশু (২৩), আশিক হোসেন আকাশ (২১), হাবিবুল্লাহ হাবিব (২৩), মেহরাজ হোসেন পলাশ (২১), মাহমুদুল হাসান রাহাত (২০), মাজহারুল ইসলাম (২৩), বেল্লাল হোসেন (৪৫), শরিফুল ইসলাম নয়ন (৩২), ইয়াছিন আরাফাত (১৭) ও আব্দুল্লাহ আল মিহাদ (১৭)। 

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। 

সংসদের দক্ষিণ প্লাজায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ বিকেলেসংসদের দক্ষিণ প্লাজায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ বিকেলে
ডেঙ্গুতে আরো তিন মৃত্যু, এ বছরে ৮৯ডেঙ্গুতে আরো তিন মৃত্যু, এ বছরে ৮৯
তিনি জানান, মানিক মিয়া এভিনিউ থেকে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধদের অবস্থা গুরুতর নয়। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

দগ্ধ বিল্লাল হোসেন বলেন, গত বছর এই দিনে শেখ হাসিনা হেলিকপ্টারে পালিয়ে যান। গ্যাস বেলুনটি হেলিকপ্টার এর মত তৈরি করা হয়েছিলো। স্টেজের সামনে গ্যাস বেলুন টানাটানিতে বিস্ফোরণে অন্তত ১০জন দগ্ধ হয়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের