বুধবার,

০৬ আগস্ট ২০২৫,

২১ শ্রাবণ ১৪৩২

বুধবার,

০৬ আগস্ট ২০২৫,

২১ শ্রাবণ ১৪৩২

Radio Today News

এক-এগারোর আশঙ্কায় তথ্য উপদেষ্টার পোস্ট দায়িত্বহীন: রিজভী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:২৫, ৫ আগস্ট ২০২৫

Google News
এক-এগারোর আশঙ্কায় তথ্য উপদেষ্টার পোস্ট দায়িত্বহীন: রিজভী

এক- এগারোর আশঙ্কা করে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পোস্ট নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের ভেতর থেকে এই ধরণের কাণ্ডজ্ঞানহীন বক্তব্য করা সঠিক না।

তারা কি জনদৃষ্টিকে অন্যদিকে ঘুরিয়ে নিতে চান? সেটা তো অন্তর্বর্তী সরকারের কাজ না। এসময় তিনি বলেন, এরকম বক্তব্যের পেছনে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে।

আজ মঙ্গলবার (৫ আগস্ট) এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।

এসময় রিজভী বলেন, এটা কোনো উপদেষ্টার পক্ষ থেকে দায়িত্বশীল বক্তব্য হতে পারে না। মানুষের চিন্তা এবং চেতনা পরিপন্থী কোনো কাজ করা অন্তর্বর্তী সরকারের পক্ষে ঠিক হবে না বলেও মন্তব্য করেছেন রিজভী।

এসময় তিনি আরও বলেন, দেখতে পাচ্ছি ফ্যাসিবাদ নানাভাবে উঁকি দিচ্ছে। বিভিন্নভাবে ঢোকার চেষ্টা করছে দেশে। এমনকি পার্শ্ববর্তী দেশ থেকে নানাভাবে হুমকি দিচ্ছে। ২৮ লক্ষ কোটি টাকা পাচার করেছে ফ্যাসিবাদী দোসররা। হত্যা রক্তপাত করেছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের