রোববার,

২৭ জুলাই ২০২৫,

১২ শ্রাবণ ১৪৩২

রোববার,

২৭ জুলাই ২০২৫,

১২ শ্রাবণ ১৪৩২

Radio Today News

কাঁচা মরিচে ডাবল সেঞ্চুরি

রাজধানীর খুচরা বাজারে হঠাৎ বেড়েছে সবজি ও মুরগির দাম

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:০৫, ২৫ জুলাই ২০২৫

Google News
রাজধানীর খুচরা বাজারে হঠাৎ বেড়েছে সবজি ও মুরগির দাম

রাজধানীর খুচরা বাজারে হঠাৎ বেড়েছে সবজি ও মুরগির দাম। কাঁচা মরিচও দুইশত টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আজ শুক্রবার (২৫ জুলাই) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এই চিত্র দেখা গেছে। মৌসুমি বৃষ্টির কারণে এসব পণ্য সরবরাহ কম থাকায় দাম বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

সরেজমিনে দেখা গেছে, রাজধানীর বাজারে বিভিন্ন নিত্যপণ্য সবজির দাম বেড়েছে। কাঁচা মরিচের কেজি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকায়। অথচ মৌসুমি বৃষ্টির আগেও কাঁচা মরিচের কেজি পাওয়া যেত ৮০ থেকে ১২০ টাকায়।

বিক্রেতারা জানান, দেশি কাঁচা মরিচের সরবরাহ কমে যাওয়ায় দাম বাড়ছে।

বাজার ঘুরে দেখা গেছে, শুধু কাঁচা মরিচ নয়, সবজির দামও বেড়েছে। করলা, কাঁকরোল, বরবটি, পটলসহ সবজির কেজি এখন ৬০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। দেশি টমেটোর সরবরাহ একেবারেই না থাকায় বিক্রি হচ্ছে ভারতীয় টমেটো। যার কেজি ১৪০ থেকে ১৫০ টাকা। বেগুনের দাম মান ভেদে ৮০ থেকে ১২০ টাকা পর্যন্ত ঠেকেছে।

এদিকে, প্রায় দেড় মাস আগে বেড়ে যাওয়া মিনিকেট চালের দাম স্থির রয়েছে। বর্তমানে বাজারে ডায়মন্ড, সাগর ও মঞ্জুর ব্র্যান্ডের মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি। মোজাম্মেল ব্র্যান্ডের চালের কেজি ৮৫ থেকে ৯০ টাকা।

অপরদিকে, মুরগির বাজারও ঊর্ধ্বমুখী। ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকায়; যা সপ্তাহ আগে ছিল ১৫০ থেকে ১৬০ টাকা। সোনালি মুরগির কেজি বেড়ে হয়েছে ৩১০ থেকে ৩২০ টাকা; যা আগে ছিল ২৮০ থেকে ৩০০ টাকা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের