
চীনে তাজা ডুরিয়ানের প্রথম সরাসরি চালান রপ্তানি করেছে কম্বোডিয়া। এ পদক্ষেপ দু’দেশের কৃষি খাতে আরেকটি সফল সহযোগিতার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে বলে মনে করছেন কম্বোডিয়ার কৃষি মন্ত্রণালয়ের উপ-সচিব ও মুখপাত্র খিম ফিনান।
শুক্রবার এক টেলিগ্রাম বার্তায় এসব কথা বলেন তিনি।
ডুরিয়ান কম্বোডিয়ার পঞ্চম তাজা ফল, যা সরাসরি চীনের বাজারে প্রবেশাধিকার পেল।এর আগে কলা, আম, লংগান এবং নারকেল রপ্তানি করা হতো।
রেডিওটুডে নিউজ/আনাম