শনিবার,

২৬ জুলাই ২০২৫,

১১ শ্রাবণ ১৪৩২

শনিবার,

২৬ জুলাই ২০২৫,

১১ শ্রাবণ ১৪৩২

Radio Today News

চীনে কম্বোডিয়ান ডুরিয়ানের রপ্তানির প্রথম চালান শুরু

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:২৯, ২৫ জুলাই ২০২৫

Google News
চীনে কম্বোডিয়ান ডুরিয়ানের রপ্তানির প্রথম চালান শুরু

চীনে তাজা ডুরিয়ানের প্রথম সরাসরি চালান রপ্তানি করেছে কম্বোডিয়া। এ পদক্ষেপ দু’দেশের কৃষি খাতে আরেকটি সফল সহযোগিতার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে বলে মনে করছেন কম্বোডিয়ার কৃষি মন্ত্রণালয়ের উপ-সচিব ও মুখপাত্র খিম ফিনান।

শুক্রবার এক টেলিগ্রাম বার্তায় এসব কথা বলেন তিনি। 

ডুরিয়ান কম্বোডিয়ার পঞ্চম তাজা ফল, যা সরাসরি চীনের বাজারে প্রবেশাধিকার পেল।এর আগে কলা, আম, লংগান এবং নারকেল রপ্তানি করা হতো। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের