
চীনের ঐতিহ্যবাহী চীনা চিকিৎসাবিদ্যা ও সংস্কৃতি নিয়ে ব্রুনাইয়ের রাজধানী বন্দর সেরি বেগাওয়ানে অনুষ্ঠিত হয়ে গেল সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠান। শুক্রবার চায়না চেম্বার অব কমার্স আয়োজন করে এই অনুষ্ঠানের। যার মূল লক্ষ্য ছিল চীন ও ব্রুনাইয়ের মধ্যে স্বাস্থ্যসেবা সহযোগিতা আরও দৃঢ় করা।
সংশ্লিষ্টরা বলছেন, ব্রুনাই ও চীনের বেসরকারি সংস্থাগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং ঐতিহ্যবাহী চীনা চিকিৎসাবিদ্যা গবেষণা ও স্বাস্থ্য শিল্পে ভবিষ্যত সহযোগিতার বৃদ্ধিতে ভূমিকা রাখবে এবারের আয়োজন।
রেডিওটুডে নিউজ/আনাম