
চীন-আফ্রিকা শান্তি ও নিরাপত্তা ফোরামের ইয়াং লিডার কনফারেন্স হয়ে গেল চীনে। পূর্ব চীনের চিয়াংসু প্রদেশের নানচিংয়ে বৃহস্পতিবার থেকে শনিবার অনুষ্টিত এই সম্মেলনে আফ্রিকার ৪০ টি দেশের ৯০ জন সামরিক কর্মকর্তা অংশগ্রহণ করেন। চীনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে পিএলএ আর্মি কমান্ড কলেজ এটি পরিচালনা করে।
‘আগামীর শান্তির জন্য একসাথে পথ চলা’ এই শ্লোগানে কনফারেন্সের উদ্দেশ্য ছিল বেইজিং শীর্ষ সম্মেলনের ফলাফল এগিয়ে নেওয়া।
চীনা ও আফ্রিকান প্রতিনিধিরা আফ্রিকায় শান্তি ও নিরাপত্তা বিষয়ে সক্ষমতা বৃদ্ধির উপায়, প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতায় উদীয়মান প্রযুক্তির ভূমিকা এবং অপ্রথাগত নিরাপত্তা হুমকি মোকাবিলায় সামগ্রিক কৌশল নিয়ে আলোচনা করেন। তাঁরা চীন-আফ্রিকা শান্তি ও নিরাপত্তা সহযোগিতায় অর্জিত সফলতার প্রতি দৃঢ় সমর্থন জানান।
রেডিওটুডে নিউজ/আনাম