
পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশের চাংচৌ শহরে অবস্থিত চীন-সৌদি আরব যৌথ ইথিলিন প্রকল্পের জন্য প্রথম আমদানিকৃত যন্ত্রাংশ শনিবার কাস্টমস ক্লিয়ারেন্স সম্পন্ন করেছে।
এই প্রকল্পটি সৌদি আরবের বৃহৎ পেট্রোকেমিক্যাল কোম্পানি সাবিক এবং চীনের ফুচিয়ান এনার্জি পেট্রোকেমিক্যাল এর যৌথ বিনিয়োগে চাংচৌ কুলেই পেট্রোকেমিক্যাল বেসে গড়ে উঠছে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে এর মূল অবকাঠামো নির্মাণ কাজ শুরু হয়।
প্রায় ৪৫ বিলিয়ন ইউয়ান বিনিয়োগে নির্মিত এই প্রকল্পটি ফুচিয়ান প্রদেশে এখন পর্যন্ত সর্ববৃহৎ চীন-বিদেশি যৌথ উদ্যোগ। প্রকল্পটি ২০২৬ সালের মধ্যে শেষ হওয়ার লক্ষ্য নিয়ে দ্রুত গতিতে এগিয়ে চলছে।
একবার সম্পন্ন হলে, এর বার্ষিক ইথিলিন উৎপাদন ক্ষমতা হবে ১৮ লাখ টন। ইথিলিন পেট্রোকেমিক্যাল শিল্পের একটি মৌলিক উপাদান, যা প্লাস্টিক, ফাইবার এবং অন্যান্য রাসায়নিক পণ্য উৎপাদনে ব্যবহৃত হয়।
রেডিওটুডে নিউজ/আনাম