শুক্রবার,

১৮ জুলাই ২০২৫,

৩ শ্রাবণ ১৪৩২

শুক্রবার,

১৮ জুলাই ২০২৫,

৩ শ্রাবণ ১৪৩২

Radio Today News

মনোমুগ্ধ প্রাকৃতিক দৃশ্যের মধ্যে শেষ হলো ২০২৫ ছিংহাই সাইক্লিং রেস

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:৩০, ১৮ জুলাই ২০২৫

Google News
মনোমুগ্ধ প্রাকৃতিক দৃশ্যের মধ্যে শেষ হলো ২০২৫ ছিংহাই সাইক্লিং রেস

উচ্চ পর্বতশ্রেণী ও মনোমুগ্ধ প্রাকৃতিক দৃশ্যের জন্য বিশ্ববিখ্যাত ‘২০২৫ ট্যুর অব ম্যাগনিফিসেন্ট ছিংহাই’ রোববার উত্তর-পশ্চিম চীনের ছিংহাই প্রদেশের হাইয়ান কাউন্টিতে আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। 

ছিংহাই প্রদেশের রাজধানী প্রাচীন মালভূমি শহর শিনিং থেকে গেল ৬ জুলাই শুরু হয় এই রেস।  

এই বছরের রুট ছিল চোখ ধাঁধানো মেনইউয়ানের সরিষার ফুলের মাঠ, ছিলিয়ানের তুষারশুভ্র পর্বত ও তৃণভূমি, হুচৌর থু জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী সংস্কৃতি এবং যাযাবর ঘোড়সওয়ারদের উল্লাসমুখর সমর্থনের দৃশ্য এই প্রতিযোগিতাকে এক অপূর্ব সাংস্কৃতিক ও প্রাকৃতিক অভিজ্ঞতায় পরিণত করেছে। 

এর আগে ‘ট্যুর অব ছিংহাই লেক’ নামে পরিচিত এই ইভেন্টটি ২০২৫ সালে নতুনভাবে ‘ট্যুর অব ম্যাগনিফিসেন্ট ছিংহাই’ নামে পুনরায় ব্র্যান্ড করা হয়।

২০০২ সালে প্রথমবারের মতো আয়োজিত এই উচ্চ-উচ্চতার রোড সাইক্লিং প্রতিযোগিতাটি এখন এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ রেসে পরিণত হয়েছে। 

২০২৫ সালের এই সংস্করণে মোট ৮টি ধাপে ১ হাজার ৪০০ কিলোমিটার পথ অতিক্রম করা হয়। এতে ১১টি দেশ ও অঞ্চলের ১৫৪ জন পেশাদার সাইক্লিস্ট অংশগ্রহণ করেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের