
চীনের থিয়ানচৌ-৮ কার্গো যান বেইজিং সময় বুধবার ভোর ৬:৪২টায় বায়ুমণ্ডলে নিয়ন্ত্রিতভাবে পুনঃপ্রবেশ করেছে। এ তথ্য জানিয়েছে চীনের মনুষ্যবাহী মহাকাশ সংস্থা সিএমএসএ।
পুনঃপ্রবেশের সময় যানটির বেশিরভাগ অংশ পুড়ে নষ্ট হয়েছে।অবশিষ্টাংশ নির্ধারিত নিরাপদে সমুদ্রে পড়েছে।
থিয়ানচৌ-৮ মঙ্গলবার বিকেলে থিয়ানকং মহাকাশ স্টেশন থেকে বিচ্ছিন্ন হয়।
কার্গোযানটি ২০২৪ সালের ১৫ নভেম্বর রাতে প্রায় ছয় টন মালামাল নিয়ে লং মার্চ-৭ ওয়াই-৯ রকেটে করে হাইনান প্রদেশের ওয়েনছাং উৎক্ষেপণ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়েছিল।
রেডিওটুডে নিউজ/আনাম