শনিবার,

১২ জুলাই ২০২৫,

২৮ আষাঢ় ১৪৩২

শনিবার,

১২ জুলাই ২০২৫,

২৮ আষাঢ় ১৪৩২

Radio Today News

কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর পূর্তিতে চীন-বলিভিয়ার শুভেচ্ছা বিনিময়

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৪২, ১১ জুলাই ২০২৫

Google News
কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর পূর্তিতে চীন-বলিভিয়ার শুভেচ্ছা বিনিময়

চীনের প্রেসিডেন্ট সি চিনপিং এবং বলিভিয়ার প্রেসিডেন্ট লুইস আরসে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর পূর্তি উপলক্ষে বুধবার শুভেচ্ছা বার্তা বিনিময় করেছেন।

সি চিনপিং বলেন, চীন ও বলিভিয়া ভালো বন্ধু এবং ভাইয়ের মতো, যারা পারস্পরিক শ্রদ্ধা এবং সহযোগিতার ভিত্তিতে দীর্ঘদিন ধরে সম্পর্ক ধরে রেখেছে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় যৌথ প্রকল্পগুলো উভয় দেশের জনগণের মধ্যে বন্ধুত্ব আরও গভীর করেছে।

তিনি আরও স্মরণ করেন, গত বছরের নভেম্বরে ব্রাজিলে জি২০ সম্মেলনে আরসের সঙ্গে তাঁর বৈঠক ছিল অত্যন্ত ফলপ্রসূ। ভবিষ্যতে দুই দেশের কৌশলগত অংশীদারত্বকে আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

বলিভিয়ার প্রেসিডেন্ট লুইস আরসে চীনের অবকাঠামো, প্রযুক্তি, জ্বালানি এবং স্বাস্থ্যখাতে সহযোগিতার প্রশংসা করে বলেন, ‘চীন গ্লোবাল সাউথের নেতৃত্ব দিয়েছে এবং লাতিন আমেরিকা-চীন সহযোগিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের