বৃহস্পতিবার,

২৮ আগস্ট ২০২৫,

১২ ভাদ্র ১৪৩২

বৃহস্পতিবার,

২৮ আগস্ট ২০২৫,

১২ ভাদ্র ১৪৩২

Radio Today News

চীনে গ্রামীণ অনলাইন ব্যবসায়ী ২০ কোটি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৪৬, ২৭ আগস্ট ২০২৫

Google News
চীনে গ্রামীণ অনলাইন ব্যবসায়ী ২০ কোটি

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জুলাই মাসের শেষ নাগাদ চীনজুড়ে গ্রামীণ অনলাইন ব্যবসায়ীর সংখ্যা প্রায় ২০ কোটিতে পৌঁছেছে।

এর কারণ হিসেবে উন্নত গ্রামীণ সরবরাহ ব্যবস্থা এবং শক্তিশালী ই-কমার্স উদ্যোক্তাদের সাধুবাদ জানিয়েছেন মন্ত্রণালয়ের মুখপাত্র হ্য ইয়ংছিয়ান।

বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে তিনি বলেন, কাউন্টি-স্তরের বাণিজ্যিক অবকাঠামো উদ্যোগ দেশজুড়ে ১ হাজার ২৮৫টি কাউন্টি-স্তরের লজিস্টিক সেন্টার এবং ১ হাজার ৪৫৭টি টাউনশিপ কুরিয়ার স্টেশন নির্মাণ বা সংস্কারে সহায়তা করেছে এবং এক্সপ্রেস পরিষেবাগুলো এখন দেশের প্রশাসনিক গ্রামাঞ্চলের  ৯৫ শতাংশকে অন্তর্ভুক্ত করে।

হ্য জানান, ইতোমধ্যেই উচ্চমানের গ্রামীণ ই-কমার্স উন্নয়নের উপর ১৪টি জাতীয় সেমিনার আয়োজন করা হয়েছে। প্রায় ৩ লক্ষ অংশগ্রহণকারীকে ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের