
চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জুলাই মাসের শেষ নাগাদ চীনজুড়ে গ্রামীণ অনলাইন ব্যবসায়ীর সংখ্যা প্রায় ২০ কোটিতে পৌঁছেছে।
এর কারণ হিসেবে উন্নত গ্রামীণ সরবরাহ ব্যবস্থা এবং শক্তিশালী ই-কমার্স উদ্যোক্তাদের সাধুবাদ জানিয়েছেন মন্ত্রণালয়ের মুখপাত্র হ্য ইয়ংছিয়ান।
বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে তিনি বলেন, কাউন্টি-স্তরের বাণিজ্যিক অবকাঠামো উদ্যোগ দেশজুড়ে ১ হাজার ২৮৫টি কাউন্টি-স্তরের লজিস্টিক সেন্টার এবং ১ হাজার ৪৫৭টি টাউনশিপ কুরিয়ার স্টেশন নির্মাণ বা সংস্কারে সহায়তা করেছে এবং এক্সপ্রেস পরিষেবাগুলো এখন দেশের প্রশাসনিক গ্রামাঞ্চলের ৯৫ শতাংশকে অন্তর্ভুক্ত করে।
হ্য জানান, ইতোমধ্যেই উচ্চমানের গ্রামীণ ই-কমার্স উন্নয়নের উপর ১৪টি জাতীয় সেমিনার আয়োজন করা হয়েছে। প্রায় ৩ লক্ষ অংশগ্রহণকারীকে ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম