
চীনের কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরোর সদস্য ও দেশের প্রধানমন্ত্রী লি ছিয়াং বুধবার বেইজিংয়ে জৈব-ওষুধ শিল্পের উন্নয়নের খোঁজ-খবর নিয়েছেন। তিনি জোর দিয়ে বলেন, সাধারণ সম্পাদক ও প্রেসিডেন্ট সি চিন পিংয়ের গুরুত্বপূর্ণ নির্দেশনা বাস্তবায়ন করে উচ্চমানের বিজ্ঞান ও প্রযুক্তি এবং নীতি সমর্থন দিতে হবে। কোম্পানিকে উদ্ভাবনের মূল দায়িত্ব গ্রহণ করে জৈব-ওষুধ শিল্পের গুণগতমান বৃদ্ধি করতে এবং আরও বেশি কার্যকর নতুন ও ভালো ওষুধ উপহার দিতে হবে।
লি ছিয়াং শুরুতে বেইজিংয়ের ছাং পিং পরীক্ষাগারে এসে গুরুতর রোগ নির্ণয় এবং চিকিৎসার জন্য প্রযুক্তি এবং সরঞ্জামের গবেষণার খোঁজ-খবর নেন। তিনি বলেন, জৈব-ওষুধ শিল্পের নতুন পথে দ্রুত এগিয়ে যেতে হবে এবং বিজ্ঞান ও প্রযুক্তির নবায়ন জোরদার করতে হবে।
লি ছিয়াং বলেন, জৈব-ওষুধ শিল্প যেমন কৌশলগত উদীয়মান শিল্প, তেমনি সাধারণ মানুষের স্বাস্থ্য ও কল্যাণ্যের সঙ্গে জড়িত। মৌলিক উদ্ভাবন এবং মূল প্রযুক্তি গবেষণাকে শক্তিশালী করতে হবে, সরকার এবং বাজারের সাহায্যে নানান সম্পদ কাজে লাগিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এক্ষেত্রে অগ্রগতি অর্জন করতে হবে।
রেডিওটুডে নিউজ/আনাম